সপ্তমী তৎপুরুষ সমাস নয় কোনটি?

ক) মাপকাঠি
খ) বিশ্ববিখ্যাত
গ) বস্তাপচা
ঘ) মনমরা
বিস্তারিত ব্যাখ্যা:
'মাপকাঠি' ষষ্ঠী তৎপুরুষ (মাপের কাঠি)। অন্যগুলো ('বিশ্বে বিখ্যাত', 'বস্তায় পচা', 'মনে মরা') সপ্তমী তৎপুরুষ।

Related Questions

ক) সাহিত্যকে নিয়ে চর্চা
খ) সাহিত্য কে সাথে নিয়ে চর্চা
গ) সাহিত্যের চর্চা
ঘ) সাহিত্যের উপর চর্চা
Note : 'সাহিত্যচর্চা'-এর ব্যাসবাক্য 'সাহিত্যের চর্চা'। এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।
ক) সপ্তমী তৎপুরুষ
খ) অলুক তৎপুরুষ
গ) উপপদ তৎপুরুষ
ঘ) নঞ তৎপুরুষ
Note : 'গাছপাকা' (গাছে পাকা) একটি সপ্তমী তৎপুরুষ সমাস। এখানে স্থান বা আধারের 'এ' বিভক্তি লোপ পেয়েছে।
ক) পথের রাজা
খ) রাজার পথ
গ) রাজা নির্মিত পথ
ঘ) রাজাদের পথ
Note : 'রাজপথ'-এর ব্যাসবাক্য 'পথের রাজা'। এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।
ক) আমরা
খ) মধুমাখা
গ) বটতলা
ঘ) বিলাত ফেরত
Note : 'আমরা' একটি একশেষ দ্বন্দ্ব সমাস (তুমি, আমি ও সে)। অন্যগুলো ('মধু দ্বারা মাখা', 'বটের তলা', 'বিলাত হতে ফেরত') তৎপুরুষ সমাস।
ক) সমাসবদ্ধ
খ) সন্ধি বিচ্ছেদজাত
গ) পদপ্রকরণ
ঘ) তৎসম শব্দ
Note : 'ঘোড়াড্ডিম' বা 'ঘোড়ার ডিম' একটি সমাসবদ্ধ পদ, যা অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ।
ক) অলুক দ্বন্দ্ব
খ) অলুক পঞ্চমী
গ) অলুক চতুর্থী
ঘ) অলুক তৃতীয়া
Note : 'বাঁশে-বাঁধা' (বাঁশে বাঁধা) একটি অলুক তৃতীয়া তৎপুরুষ সমাস, কারণ পূর্বপদের 'এ' বিভক্তি লোপ পায়নি।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন