'হাতে-কলমে' কোন ধরনের সমাস?
হাতে-কলমে' হলো অলুক দ্বন্দ্ব সমাস। সঠিক উত্তর: D.
ব্যাখ্যা:
যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না (অর্থাৎ পূর্বপদ ও পরপদের বিভক্তি সমস্তপদেও থেকে যায়), তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে।
'হাতে-কলমে' শব্দটির ব্যাসবাক্য হলো: হাতে ও কলমে।
এখানে 'হাতে' (হাত + এ) এবং 'কলমে' (কলম + এ) উভয় পদের 'এ' বিভক্তি সমস্তপদেও অপরিবর্তিত রয়েছে, তাই এটি অলুক দ্বন্দ্ব সমাস।
অনুরূপ কিছু উদাহরণ: দুধে-ভাতে, দেশে-বিদেশে, মায়ে-ঝিয়ে ইত্যাদি।
Related Questions
হা-ঘরে= ঘরের অভাব।
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার= বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
জব সলুশন