নিচের কোনটি শুদ্ধ বানান?

ক) আশীবাদ
খ) বাচঃস্পতি
গ) শিরঃশ্ছেদ
ঘ) শিরশ্ছেদ
বিস্তারিত ব্যাখ্যা:
প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'শিরশ্ছেদ' (শিরঃ + ছেদ) বানানটি সঠিক, যা বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী গঠিত হয়েছে। অন্য বানানগুলো হলো: আশীর্বাদ, বাচস্পতি।

Related Questions

ক) পূরবী
খ) শেষলেখা
গ) আকাশ প্রদীপ
ঘ) সেঁজুতি
Note : এই বিখ্যাত পঙ্‌ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষলেখা' কাব্যগ্রন্থের ১৫ সংখ্যক কবিতা থেকে নেওয়া হয়েছে। এটি কবির জীবন-মৃত্যুর দর্শন ও সৃষ্টিশীলতার এক গভীর প্রকাশ।
ক) জননী
খ) সূর্যদীঘল বাড়ী
গ) সারেং বৌ
ঘ) হাজার বছর ধরে
Note : জয়গুন' আবু ইসহাক রচিত বিখ্যাত উপন্যাস 'সূর্য-দীঘল বাড়ী' (১৯৫৫) এর কেন্দ্রীয় চরিত্র। এটি একটি গ্রামীণ নারীর জীবন-সংগ্রামের অসাধারণ প্রতিচ্ছবি।
ক) কাব্য
খ) নাটক
গ) উপন্যাস
ঘ) গীতি কবিতা
Note : নেমেসিস' (১৯৪৪) অধ্যাপক নূরুল মোমেন রচিত একটি বিখ্যাত নাটক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে দুর্ভিক্ষের করুণ চিত্র এই নাটকে ফুটে উঠেছে।
ক) আইন
খ) দাখিল
গ) এজেন্ট
ঘ) মুচলেকা
Note : 'এজেন্ট' (Agent) শব্দটি সরাসরি ইংরেজি ভাষা থেকে বাংলা দাপ্তরিক ভাষায় গৃহীত হয়েছে। 'আইন' ও 'দাখিল' আরবি এবং 'মুচলেকা' ফারসি শব্দ।
ক) অতি
খ) থেকে
গ) চেয়ে
ঘ) দ্বারা
Note : উপসর্গ হলো এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ যা স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না কিন্তু অন্য শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। 'অতি' একটি তৎসম (সংস্কৃত) উপসর্গ (যেমন - অতিরিক্ত, অতিশয়)। 'থেকে', 'চেয়ে', 'দ্বারা' হলো অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ।
ক) মুসাফির
খ) তকদির
গ) পেরেশান
ঘ) মজলুম
Note : 'পেরেশান' শব্দটি ফারসি ভাষা থেকে আগত, যার অর্থ উদ্বিগ্ন বা চিন্তিত। অন্যদিকে 'মুসাফির', 'তকদির' এবং 'মজলুম' শব্দগুলো আরবি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন