Choose the correct sentence.
ক) Everybody have gone there.
খ) Everybody are gone there.
গ) Everybody has gone there.
ঘ) Everybody has went there.
Related Questions
ক) বিদ্রোহী
খ) আনন্দময়ীর আগমনে
গ) প্রলয়োল্লাস
ঘ) নারী
Note : কাজী নজরুল ইসলাম তার 'ধূমকেতু' পত্রিকায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহমূলক কবিতা 'আনন্দময়ীর আগমনে' প্রকাশ করার জন্য ১৯২২ সালে গ্রেফতার হন এবং এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
ক) অক্লান্ত
খ) ক্লান্তিহীন
গ) অক্লান্তকর্মী
ঘ) অবিশ্রাম
ক) বাংলা উপসর্গ
খ) সংস্কৃত উপসর্গ
গ) বিদেশি উপসর্গ
ঘ) উপসর্গ স্থানীয় অব্যয়
Note : 'প্র', 'পরা', 'অপ' ইত্যাদি মোট ২০টি উপসর্গ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে। তাই এগুলো সংস্কৃত বা তৎসম উপসর্গ।
ক) ভানুবন্দ্যোপাধ্যায়
খ) চণ্ডীদাস
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) ভারতচন্দ্র
Note : বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ । এর সঠিক রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ব্রজবুলি ভাষায় এই পদগুলো রচনা করেন এবং 'ভানু সিংহ' ছদ্মনাম ব্যবহার করেন।
ক) গৃহিনী
খ) গৃহিণী
গ) গৃহিনি
ঘ) গৃহিণি
Note : ণত্ব-বিধানের নিয়ম অনুযায়ী, ঋ, র, ষ-এর পরে মূর্ধন্য 'ণ' হয়। তাই 'গৃহিণী' বানানটি সঠিক।
ক) সরল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) মৌলিক বাক্য
ঘ) মিশ্র বাক্য
Note : এটি একটি মিশ্র বা জটিল বাক্য, কারণ এখানে 'যে-ই তার দর্শন পেলাম' নামক একটি আশ্রিত খণ্ডবাক্য এবং 'সে-ই আমরা প্রস্থান করলাম' নামক একটি প্রধান খণ্ডবাক্য রয়েছে।
জব সলুশন