বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?

ক) বিশেষণ পদের
খ) অব্যয় পদের
গ) নাম পদের
ঘ) ক্রিয়া বিশেষণ পদের
বিস্তারিত ব্যাখ্যা:
কারকের সম্পর্ক হয় মূলত নাম পদের (বিশেষ্য ও সর্বনাম) সাথে। ক্রিয়াপদ কীভাবে এবং কার দ্বারা সম্পন্ন হচ্ছে তা এই নামপদগুলোর মাধ্যমেই বোঝা যায়।

Related Questions

ক) -এ
খ) -কে
গ) -যে
ঘ) -তে
Note :

'লোক' শব্দের সাথে '-এ' বিভক্তি যুক্ত হয়ে 'লোকে' পদটি গঠিত হয়েছে, যা কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।

ক) নিক্বণ
খ) লবণ
গ) কল্যান
ঘ) ব্যাকরণ
Note :

নিক্কণ, কল্যাণ এবং লবণ এই শব্দগুলো স্বভাবতই মূর্ধাণ্য হয়। কিন্তু ব্যাকরণ শব্দটিতে ণ(মূর্ধাণ্য) হয়েছে ণ-ত্ব বিধানের নিয়মানুসারে। 

ক) ‘ন’
খ) ‘ন্ন’
গ) ‘ণ’
ঘ) ‘ন্য’
Note :

তৎসম শব্দের বানানে ণ এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান। ণত্ব বিধান অনুযারি ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় 'ণ' যুক্ত হয়।

ক) পরিস্কার
খ) ধূলিসাৎ
গ) পুরস্কার
ঘ) মাষ্টার
ক) লবণ
খ) বাণিজ্য
গ) অনু
ঘ) বেণী
ক) ণ
খ) ন্ন
গ) ন
ঘ) ন্য
Note :

- বাংলা ব্যাকরণের ণ-ত্ব বিধান অনুসারে, তৎসম শব্দে ঋ, র, এবং ষ-এর পর মূর্ধন্য 'ণ' বসে।
- এর ফলে, এই বর্ণগুলোর পরে ব্যবহৃত দন্ত্য 'ন' ধ্বনিটি পরিবর্তিত হয়ে মূর্ধন্য 'ণ' হয়।
- উদাহরণস্বরূপ: ঋণ (ঋ-এর পর), কারণ (র-এর পর), ভূষণ (ষ-এর পর) ইত্যাদি শব্দে 'ণ' ব্যবহৃত হয়েছে।
- মনে রাখতে হবে, এই নিয়মটি শুধুমাত্র তৎসম (সংস্কৃত) শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, অন্য কোনো ক্ষেত্রে নয়।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন