কোন ত্রয়ীর বানান শুদ্ধ?
শুদ্ধ বানানগুলো হলো- বিমর্ষ, মুমূর্ষু, সংঘর্ষ।
অপশন অনুয়ায়ী অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
খ) সত্ত্বেও, সাত্ত্বিক
গ) বিঘুর্ণন
ঘ) জায়মান, জাম্বুবান, ভ্রাম্যমাণ।
গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানান:
- অপরাহ্ণ
- সায়াহ্ন
- মধ্যাহ্ন
- অনূর্ধ্ব,
- অন্তঃসত্ত্বা,
- ঔজ্জ্বল্য,
- অন্ত্যেষ্টিক্রিয়া,
- অমর্ত্য,
- অলঙ্ঘ্য,
- ক্ষুন্নিবৃত্তি।
Related Questions
ভুল বানান - প্রতিতি।
সঠিক বানান - প্রতীতি। প্রতীতি শব্দের অর্থ - অন্তর্দৃষ্টিসম্পন্ন, বোধশক্তিসম্পন্ন, বিচারবুদ্ধিযুক্ত, সহানুভূতিশীল, বুঝদার ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী কতিপয় শুদ্ধ বানান হলো-
• বিকিরণ,
• মুমূর্ষু,
• কৃষিজীবী,
• মরীচিকা,
• সমীচীন,
• হরীতকি,
• বাল্মীকি
• দধীচি,
• মন্ত্রিপরিষদ,
• শিরশ্ছেদ ইত্যাদি।
অধ্যয়নই ছাত্রদের তপস্যা - বাক্যটি সঠিক।
অধ্যয়ন ছাত্রদের তপস্যা,
অধ্যপনাই ছাত্রদের তপস্যা,
অধ্যপনা ছাত্রদের তপস্যা।
বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।
'সে আরোগ্য লাভ করেছে' - বাক্যটি শুন্ধ।
অন্নভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার,
সাবধানপূর্বক চলবে,
আমি সন্তোষ হলাম।
উক্ত বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।
জব সলুশন