কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে?

ক) চিরন্তন সত্য
খ) অনুজ্ঞা ভাব
গ) আবেগ প্রকাশ
ঘ) প্রশ্ন জিজ্ঞাসা
বিস্তারিত ব্যাখ্যা:
পরোক্ষ উক্তিতে সাধারণত রিপোর্টিং ভার্বের কাল অনুযায়ী রিপোর্টেড স্পিচের ক্রিয়ার কালের পরিবর্তন হয়। কিন্তু রিপোর্টেড স্পিচ বা উদ্ধৃত অংশটি যদি কোনো চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য হয়, তবে তার ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না।

Related Questions

ক) বেহায়া
খ) দাগি আসামি
গ) নিরীহ ব্যক্তি
ঘ) অসুস্থ ব্যক্তি
Note : দুকান কাটা' বাগধারাটির প্রচলিত অর্থ হলো নির্লজ্জ বা বেহায়া। যে ব্যক্তি লোকলজ্জার ভয় না করে কোনো কাজ করে, তাকে বোঝানোর জন্য এই বাগধারাটি ব্যবহৃত হয়।
ক) কর্মে সপ্তমী
খ) কর্তৃকারকে ষষ্ঠী
গ) করণে ষষ্ঠী
ঘ) করণে সপ্তমী
Note : 'দালান' কীসের দ্বারা নির্মিত? উত্তর: 'ইট-পাথরের দ্বারা'। যা দ্বারা ক্রিয়া সম্পন্ন হয়, তা করণ কারক। 'ইট-পাথর' শব্দের সাথে 'এর' (ষষ্ঠী) বিভক্তি যুক্ত হয়ে সম্বন্ধ পদের মতো ব্যবহৃত হলেও, এখানে এটি করণের অর্থ প্রকাশ করছে। তাই এটি করণে ষষ্ঠী বিভক্তি।
ক) কর্তায় শূন্য
খ) কর্মে শূন্য
গ) অপাদানে শূন্য
ঘ) অধিকরণের শূন্য
Note : বাক্যটিকে প্রশ্ন করলে 'কী বন্ধ থাকে?' এর উত্তরে 'বিদ্যালয়' পাওয়া যায়। 'কী' বা 'কাকে' দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, তা কর্মকারক। 'বিদ্যালয়' শব্দটির সাথে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত নেই, তাই এটি শূন্য বিভক্তি।
ক) কর্তৃকারকে সপ্তমী
খ) কর্মকারকে সপ্তমী
গ) অপাদান কারকে তৃতীয়া
ঘ) অধিকরণ কারকে সপ্তমী
Note : প্রশ্নটি কারক ও বিভক্তি নির্ণয় বিষয়ক। ক্রিয়া সম্পাদনের স্থান, কাল বা আধারকে অধিকরণ কারক বলে। 'রাখি নাই' ক্রিয়াটি কোথায় সম্পন্ন হচ্ছে? উত্তর: 'আকাশে'। স্থান বোঝানোয় এটি অধিকরণ কারক। 'আকাশ' শব্দের সাথে 'এ' বিভক্তি যুক্ত থাকায় এটি সপ্তমী বিভক্তি।
ক) উৎ + ভিদ
খ) উদ + ভিদ
গ) উদ্‌ + ভিদ
ঘ) উত + ভিদ
Note : উদ্ভিদ' শব্দটি 'উৎ' উপসর্গপূর্বক 'ভিদ' ধাতুর সাথে 'ক্বিপ্' প্রত্যয়যোগে গঠিত হয়েছে। এখানে সঠিক উপসর্গটি হলো 'উৎ'। সন্ধির নিয়মে এটি 'উদ্‌' রূপ নিতে পারে, কিন্তু প্রকৃতি-প্রত্যয়ে মূল উপসর্গটিই ব্যবহৃত হয়।
ক) <
খ) >
গ) =
ঘ) √
Note : কোনো শব্দের মূল অংশ বা ধাতুকে বোঝানোর জন্য তার আগে টিক (√) চিহ্ন ব্যবহার করা হয়। যেমন: √কর্, √চল্, √পঠ্ ইত্যাদি।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন