কোনটির আগে স্ত্রী বাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়?

ক) নেতা
খ) কবি
গ) দাতা
ঘ) বাদশাহ
বিস্তারিত ব্যাখ্যা:
কিছু পুরুষবাচক শব্দের কোনো নির্দিষ্ট স্ত্রীবাচক রূপ নেই। সেগুলোর আগে 'মহিলা', 'নারী', 'স্ত্রী' ইত্যাদি শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়। যেমন: কবি > মহিলা কবি, ডাক্তার > মহিলা ডাক্তার, সৈন্য > নারী সৈন্য। 'নেতা' > 'নেত্রী', 'দাতা' > 'দাত্রী', 'বাদশাহ' > 'বেগম' এর নিজস্ব স্ত্রীবাচক রূপ রয়েছে।

Related Questions

ক) জেলেনি
খ) অনাথিনী
গ) ছাত্রী
ঘ) মেছোনী
Note : ছাত্র' (পুংলিঙ্গ) শব্দের সাথে 'ঈ'-কার প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ 'ছাত্রী' শব্দটি গঠিত হয়েছে। অন্যগুলোতে (জেলে > জেলেনী, অনাথ > অনাথিনী, মেছো > মেছুনী) ভিন্ন প্রত্যয় ব্যবহৃত হয়েছে।
ক) রূপতত্ত্বে
খ) ধ্বনিতত্ত্বে
গ) স্বরবর্ণে
ঘ) বাক্যতত্ত্বে
Note : প্রশ্নটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় সংক্রান্ত। রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে শব্দের গঠন, শ্রেণিবিভাগ, রূপ পরিবর্তন (যেমন- বচন, লিঙ্গ, পুরুষ, বিভক্তি, প্রত্যয়, উপসর্গ) ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। তাই বচন, লিঙ্গ ও পুরুষ রূপতত্ত্বের আলোচ্য বিষয়।
ক) কবিতাগুচ্ছ
খ) কবিতামালা
গ) কবিতারাজি
ঘ) কবিতাসমূহ
Note : অপ্রাণীবাচক বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে 'গুচ্ছ', 'দাম', 'রাজি', 'মালা', 'পুঞ্জ' ইত্যাদি ব্যবহৃত হয়। 'কবিতা'র ক্ষেত্রে 'কবিতাগুচ্ছ' একটি সঠিক ও প্রচলিত বহুবচন রূপ। 'কবিতাসমূহ' ও ব্যবহার করা যায়, তবে 'গুচ্ছ' অধিক কাব্যিক ও উপযুক্ত।
ক) পণ্ডিতবর্গ
খ) শিক্ষকবৃন্দ
গ) সুধীবৃন্দ
ঘ) মন্ত্রিবর্গ
Note : উন্নত প্রাণীবাচক বা মনুষ্যবাচক শব্দের শেষে 'বর্গ', 'বৃন্দ', 'মণ্ডলী', 'গণ' ইত্যাদি যুক্ত করে বহুবচন করা হয়। 'পণ্ডিত' শব্দের বহুবচনে 'পণ্ডিতমণ্ডলী' বা 'পণ্ডিতগণ' ব্যবহৃত হয়। 'পণ্ডিতবর্গ' ব্যবহারটি প্রচলিত বা শুদ্ধ নয়।
ক) মানুষ মরণশীল
খ) লোকে বলে
গ) ডাক্তার রোগী দেখছে
ঘ) বনে বাঘ বাস করে
Note : প্রশ্নটি বচন নির্ণয় বিষয়ক। 'মানুষ মরণশীল' এবং 'বনে বাঘ বাস করে' জাতি বা সমগ্রকে বোঝাচ্ছে (সাধারণ অর্থে বহুবচন)। 'লোকে বলে' এখানে 'লোক' বহুবচন। কিন্তু 'ডাক্তার রোগী দেখছে' বাক্যে একজন নির্দিষ্ট ডাক্তার একজন নির্দিষ্ট রোগীকে দেখছেন, যা একটি একবচনের ঘটনাকে নির্দেশ করছে।
ক) চিরন্তন সত্য
খ) অনুজ্ঞা ভাব
গ) আবেগ প্রকাশ
ঘ) প্রশ্ন জিজ্ঞাসা
Note : পরোক্ষ উক্তিতে সাধারণত রিপোর্টিং ভার্বের কাল অনুযায়ী রিপোর্টেড স্পিচের ক্রিয়ার কালের পরিবর্তন হয়। কিন্তু রিপোর্টেড স্পিচ বা উদ্ধৃত অংশটি যদি কোনো চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য হয়, তবে তার ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন