ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?

ক) ছেলেরা ফুটবল খেলছে
খ) মুষলধারে বৃষ্টি পড়ছে
গ) বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
ঘ) শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
বিস্তারিত ব্যাখ্যা:
বাক্যের মধ্যে দুটি কর্তা যখন একত্রে একই ধরনের ক্রিয়া সম্পন্ন করে এবং তাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বা সহযোগিতা বোঝায়, তখন তাকে ব্যতিহার কর্তা বলে। 'বাঘে-মহিষে এক ঘাটে জল খায়' বাক্যে 'বাঘে' ও 'মহিষে' দুটি কর্তা পারস্পরিক ক্রিয়ায় লিপ্ত, তাই এটি ব্যতিহার কর্তার উদাহরণ।

Related Questions

ক) ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
খ) ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
গ) ভিক্ষুককে ভিক্ষা দাও
ঘ) কোনোটি নয়
Note : স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দেওয়া হলে তা সম্প্রদান কারক হয় এবং এক্ষেত্রে চতুর্থী বিভক্তি 'কে' বা 'রে' ব্যবহৃত হয়। 'ভিক্ষুককে ভিক্ষা দাও' বাক্যে ভিক্ষা স্বত্ব ত্যাগ করে দেওয়া হচ্ছে এবং 'ভিক্ষুক' পদের সাথে 'কে' বিভক্তি যুক্ত আছে। তাই এটি সম্প্রদান কারকে চতুর্থীর উদাহরণ।
ক) রজকী
খ) মায়াবী
গ) বৈষ্ণব
ঘ) শ্রোত্রী
Note : মায়াবী' শব্দটি মূলত পুরুষবাচক (যে মায়া জানে)। এর স্ত্রীবাচক রূপ হলো 'মায়াবিনী'। 'রজকী' (ধোপানী), 'বৈষ্ণবী', 'শ্রোত্রী' (যে শোনে) এগুলো স্ত্রীবাচক শব্দ।
ক) বিদ্বানী
খ) বিদুষিণী
গ) বিদুষী
ঘ) বিদূষী
Note : বিদ্বান' একটি তৎসম পুংলিঙ্গ শব্দ, যার অর্থ জ্ঞানী পুরুষ। এর সঠিক স্ত্রীলিঙ্গ রূপ হলো 'বিদুষী', যার অর্থ জ্ঞানী নারী। বানানটি খেয়াল রাখা জরুরি, সঠিক বানান 'বিদুষী' (দন্ত্য-স)।
ক) এয়ো
খ) কবিরাজ
গ) সন্তান
ঘ) কৃতদার
Note : যে শব্দগুলো সর্বদা স্ত্রীবাচক হিসেবেই ব্যবহৃত হয়, সেগুলোর কোনো পুংলিঙ্গ রূপ হয় না। 'এয়ো' (সধবা নারী) একটি নিত্য স্ত্রীবাচক শব্দ। অন্য শব্দগুলো (কবিরাজ, সন্তান) উভয় লিঙ্গ বা পুংলিঙ্গ হতে পারে।
ক) নেতা
খ) কবি
গ) দাতা
ঘ) বাদশাহ
Note : কিছু পুরুষবাচক শব্দের কোনো নির্দিষ্ট স্ত্রীবাচক রূপ নেই। সেগুলোর আগে 'মহিলা', 'নারী', 'স্ত্রী' ইত্যাদি শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়। যেমন: কবি > মহিলা কবি, ডাক্তার > মহিলা ডাক্তার, সৈন্য > নারী সৈন্য। 'নেতা' > 'নেত্রী', 'দাতা' > 'দাত্রী', 'বাদশাহ' > 'বেগম' এর নিজস্ব স্ত্রীবাচক রূপ রয়েছে।
ক) জেলেনি
খ) অনাথিনী
গ) ছাত্রী
ঘ) মেছোনী
Note : ছাত্র' (পুংলিঙ্গ) শব্দের সাথে 'ঈ'-কার প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ 'ছাত্রী' শব্দটি গঠিত হয়েছে। অন্যগুলোতে (জেলে > জেলেনী, অনাথ > অনাথিনী, মেছো > মেছুনী) ভিন্ন প্রত্যয় ব্যবহৃত হয়েছে।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন