“প্রদীপ নিভে গেল” বাক্যটি কোন কালের?

ক) নিত্যবৃত্ত অতীত
খ) সাধারণ অতীত
গ) পুরাঘটিত অতীত
ঘ) ঘটমান অতীত
বিস্তারিত ব্যাখ্যা:
প্রশ্নটি ক্রিয়ার কাল নির্ণয় বিষয়ক। যে ক্রিয়া অতীতে সাধারণভাবে সংঘটিত হয়েছে, তার কালকে সাধারণ অতীত কাল বলে। 'প্রদীপ নিভে গেল' বাক্যটি অতীতে ঘটে যাওয়া একটি সাধারণ ঘটনাকে নির্দেশ করছে, তাই এটি সাধারণ অতীত কালের উদাহরণ।

Related Questions

ক) কাকে কাকে
খ) যার যার
গ) হেসে হেসে
ঘ) কেমন কেনম
Note : এখানে 'হেসে হেসে' পদটি 'হাসা' ক্রিয়ার অসমাপিকা রূপ 'হেসে'-এর দ্বিরুক্তির মাধ্যমে গঠিত হয়েছে। এটি ক্রিয়ার निरंतरতা বা ধরন বোঝাতে ব্যবহৃত হয়েছে। তাই এটি ক্রিয়াপদের দ্বিরুক্তি।
ক) শব্দের দ্বিরুক্তি
খ) পদের দ্বিরুক্তি
গ) অনুকার দ্বিরুক্তি
ঘ) কোনোটিই নয়
Note : শন শন' শব্দটি বাতাসের গতির অনুকরণে সৃষ্ট একটি ধ্বন্যাত্মক বা অনুকার শব্দ। একই অনুকার শব্দ দুইবার ব্যবহৃত হয়ে দ্বিরুক্তি তৈরি করলে তাকে অনুকার দ্বিরুক্তি বলে।
ক) অবস্থাবাচক শব্দ
খ) বাক্যালঙ্কার শব্দ
গ) ধ্বন্যাত্মক শব্দ
ঘ) দ্বিরুক্ত শব্দ
Note : 'টাপুর টুপুর' শব্দটি বৃষ্টির পতনের অনুকরণে সৃষ্ট একটি শব্দ। কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকরণে তৈরি শব্দকে অনুকার বা ধ্বন্যাত্মক শব্দ বলা হয়।
ক) করণে সপ্তমী
খ) সম্প্রদানে সপ্তমী
গ) অধিকরণে সপ্তমী
ঘ) কর্মে প্রথমা
Note : এখানে 'দাসকে' স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ স্বত্ব ত্যাগ করে কিছু দেওয়া বোঝাচ্ছে। তাই এটি সম্প্রদান কারক। 'দাস' শব্দের সাথে 'এ' বিভক্তি যুক্ত থাকায় এটি সপ্তমী বিভক্তি। সুতরাং, এটি সম্প্রদানে সপ্তমী।
ক) অপাদান কারক
খ) করণ কারক
গ) কর্তা কারক
ঘ) সম্বন্ধ কারক
Note : তখনকার' শব্দটি 'দিন' নামক বিশেষ্য পদের সাথে সম্পর্ক স্থাপন করেছে ('তখনকার' দিন)। যে নামপদ ক্রিয়াপদের সাথে সরাসরি যুক্ত না হয়ে অন্য নামপদের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে সম্বন্ধ পদ বলে। এর সাথে 'র' বা 'এর' (ষষ্ঠী) বিভক্তি থাকে।
ক) ছেলেরা ফুটবল খেলছে
খ) মুষলধারে বৃষ্টি পড়ছে
গ) বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
ঘ) শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
Note : বাক্যের মধ্যে দুটি কর্তা যখন একত্রে একই ধরনের ক্রিয়া সম্পন্ন করে এবং তাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বা সহযোগিতা বোঝায়, তখন তাকে ব্যতিহার কর্তা বলে। 'বাঘে-মহিষে এক ঘাটে জল খায়' বাক্যে 'বাঘে' ও 'মহিষে' দুটি কর্তা পারস্পরিক ক্রিয়ায় লিপ্ত, তাই এটি ব্যতিহার কর্তার উদাহরণ।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন