গুপ্তোত্তর বঙ্গের স্বাধীন রাজা ছিলেন-

ক) গোপচন্দ্র
খ) শশাঙ্ক
গ) শ্রীচন্দ্র
ঘ) লড়হচন্দ্র
বিস্তারিত ব্যাখ্যা:
গুপ্ত শাসনের পর বঙ্গ অঞ্চলে যে স্বাধীন রাজ্যের উদ্ভব হয়, তার অন্যতম শাসক ছিলেন গোপচন্দ্র। শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা।

Related Questions

ক) আকবর,হুমায়ুন ও জাহাঙ্গীর
খ) ইলিয়াস শাহ, তুগলক ও জালালউদ্দিন
গ) ধর্মপাল ও গোপাল
ঘ) গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব
Note : ৬ষ্ঠ শতকে বঙ্গ রাজ্যে গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব নামে তিনজন রাজা রাজত্ব করতেন এবং তাঁরা 'মহারাজাধিরাজ' উপাধি ধারণ করতেন, যা তাঁদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রমাণ করে।
ক) বাংলাদেশ
খ) বঙ্গ
গ) বাংলা
ঘ) বাঙ্গালা
Note : প্রাচীনকালে এই ভূখণ্ডটি মূলত 'বঙ্গ' নামে পরিচিত ছিল। 'বাংলা' বা 'বাঙ্গালা' নামগুলো পরবর্তীকালে, বিশেষ করে মুসলিম শাসনামলে জনপ্রিয় হয়।
ক) ষষ্ঠ
খ) দশম
গ) অষ্টম
ঘ) একাদশ
Note : গুপ্ত শাসনের অবসানের পর কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে পড়লে ৬ষ্ঠ শতকে বাংলায় বঙ্গ ও গৌড় নামে দুটি প্রধান স্বাধীন রাজ্যের জন্ম হয়।
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
Note : গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ৬ষ্ঠ শতকে বাংলায় দুটি প্রধান স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে - একটি হলো দক্ষিণ-পূর্ব বাংলায় 'বঙ্গ' এবং অন্যটি পশ্চিমবঙ্গে 'গৌড়'।
ক) কৃষিবিদ
খ) অর্থনীতিবিদ
গ) প্রজা
ঘ) রাজা
Note : চাণক্য ছিলেন একাধারে একজন প্রखर কূটনীতিবিদ, যিনি চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসাতে সাহায্য করেন এবং একজন শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী, যার প্রমাণ তাঁর 'অর্থশাস্ত্র' গ্রন্থ। তাই B ও C উভয়ই সঠিক।
ক) চন্দ্রগুপ্ত মৌর্য
খ) প্রথম চন্দ্রগুপ্ত
গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ঘ) সমুদ্রগুপ্ত
Note : কূটনীতিবিদ ও অর্থশাস্ত্রবিদ চাণক্য (কৌটিল্য) মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা ছিলেন।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন