'কৈবর্ত বিদ্রোহ' সংঘটিত হয়েছিল কার সময়ে?

ক) বল্লাল সেন
খ) দ্বিতীয় মহীপালের
গ) ধর্মপালের
ঘ) হেমন্ত সেনের
বিস্তারিত ব্যাখ্যা:
কৈবর্ত বিদ্রোহ ছিল পাল শাসনামলের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি পাল রাজা দ্বিতীয় মহীপালের শাসনামলে (আনুমানিক ১০৭০-১০৭১ খ্রি.) সংঘটিত হয়েছিল। এই বিদ্রোহে রাজা মহীপাল নিহত হন।

Related Questions

ক) প্রজ্ঞাপারমিতা পুঁথির ছবি
খ) প্যাপিরাসের উপর আঁকা ছবি
গ) তক্ষশিলায় পাওয়া ছবি
ঘ) পটের ছবি
Note : পাল আমলে তালপাতার উপর আঁকা 'অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা' নামক বৌদ্ধ ধর্মগ্রন্থের ছবিগুলোকেই বাংলার সবচেয়ে প্রাচীন চিত্রকলার নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়।
ক) চিত্র সংযুক্ত পুঁথিতে
খ) পোড়ামাটির ফলকে
গ) মন্দিরের দেয়ালে
ঘ) চৈত্যগৃহে
Note : পাল যুগের চিত্রকলার শ্রেষ্ঠ নিদর্শনগুলো পাওয়া যায় তালপাতার উপর লেখা বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থের পুঁথিতে। এই পুঁথিচিত্রগুলো 'মিনিয়েচার' চিত্রকলা হিসেবে পরিচিত।
ক) পাল যুগ
খ) সেন যুগ
গ) গুপ্ত যুগ
ঘ) কুষাণ যুগ
Note : তালপাতার উপর ক্ষুদ্রাকৃতির চিত্র বা পুঁথিচিত্র অঙ্কন করা পাল যুগের (৮ম-১২শ শতক) চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য ছিল। এই যুগের 'অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা' পুঁথির চিত্রগুলো বিখ্যাত।
ক) কাগজের উপর
খ) টিনের উপর
গ) পাথরের উপর
ঘ) তালপাতার উপর
Note : পালযুগে (৮ম-১২শ শতক) বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো 주로 তালপাতার পুঁথিতে লেখা হতো এবং সেই পুঁথিগুলোকে অলংকৃত করার জন্য ক্ষুদ্রাকৃতির রঙিন ছবি বা পুঁথিচিত্র আঁকা হতো। এটিই বাংলার চিত্রকলা বা মিনিয়েচার পেইন্টিং-এর প্রাচীনতম নিদর্শন।
ক) কালিদাস
খ) বানভট্ট
গ) মেগাস্থিনিস
ঘ) সন্ধ্যাকর নন্দী
Note : বানভট্ট ছিলেন পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধনের সভাকবি। তাঁর রচিত 'হর্ষচরিত' গ্রন্থ থেকে হর্ষবর্ধন ও তাঁর সময়কাল সম্পর্কে অনেক তথ্য জানা যায়।
ক) কৃষক
খ) সামন্ত
গ) রাজা
ঘ) সম্রাট
Note : স্বাধীন রাজা হিসেবে আত্মপ্রকাশের পূর্বে শশাঙ্ক গুপ্ত সম্রাটদের অধীনে একজন মহাসামন্ত বা সামন্ত রাজা হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি সুযোগ বুঝে স্বাধীনতা ঘোষণা করেন।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন