পাল শাসনামলে রচিত একটি কাব্য হলো -
ক) গীতগোবিন্দ
খ) মনসামঙ্গল
গ) চণ্ডীমঙ্গল
ঘ) রামচরিতম
বিস্তারিত ব্যাখ্যা:
'রামচরিতম' কাব্যটি পাল রাজা রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী রচনা করেন। এতে একাধারে রামায়ণের রাম এবং রাজা রামপালের জীবনকাহিনী বর্ণনা করা হয়েছে। গীতগোবিন্দ সেন যুগের রচনা।
Related Questions
ক) কৈবর্ত
খ) অশোক
গ) দিব্য
ঘ) কানু কৈবর্ত
Note : পাল রাজা দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে সংঘটিত এই কৃষক ও জেলে সম্প্রদায়ের (কৈবর্ত) বিদ্রোহের নেতা ছিলেন দিব্য বা দিব্যক। তিনি মহীপালকে পরাজিত করে বরেন্দ্র অঞ্চলে স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন।
ক) বল্লাল সেন
খ) দ্বিতীয় মহীপালের
গ) ধর্মপালের
ঘ) হেমন্ত সেনের
Note : কৈবর্ত বিদ্রোহ ছিল পাল শাসনামলের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি পাল রাজা দ্বিতীয় মহীপালের শাসনামলে (আনুমানিক ১০৭০-১০৭১ খ্রি.) সংঘটিত হয়েছিল। এই বিদ্রোহে রাজা মহীপাল নিহত হন।
ক) প্রজ্ঞাপারমিতা পুঁথির ছবি
খ) প্যাপিরাসের উপর আঁকা ছবি
গ) তক্ষশিলায় পাওয়া ছবি
ঘ) পটের ছবি
Note : পাল আমলে তালপাতার উপর আঁকা 'অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা' নামক বৌদ্ধ ধর্মগ্রন্থের ছবিগুলোকেই বাংলার সবচেয়ে প্রাচীন চিত্রকলার নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়।
ক) চিত্র সংযুক্ত পুঁথিতে
খ) পোড়ামাটির ফলকে
গ) মন্দিরের দেয়ালে
ঘ) চৈত্যগৃহে
Note : পাল যুগের চিত্রকলার শ্রেষ্ঠ নিদর্শনগুলো পাওয়া যায় তালপাতার উপর লেখা বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থের পুঁথিতে। এই পুঁথিচিত্রগুলো 'মিনিয়েচার' চিত্রকলা হিসেবে পরিচিত।
ক) পাল যুগ
খ) সেন যুগ
গ) গুপ্ত যুগ
ঘ) কুষাণ যুগ
Note : তালপাতার উপর ক্ষুদ্রাকৃতির চিত্র বা পুঁথিচিত্র অঙ্কন করা পাল যুগের (৮ম-১২শ শতক) চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য ছিল। এই যুগের 'অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা' পুঁথির চিত্রগুলো বিখ্যাত।
ক) কাগজের উপর
খ) টিনের উপর
গ) পাথরের উপর
ঘ) তালপাতার উপর
Note : পালযুগে (৮ম-১২শ শতক) বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো 주로 তালপাতার পুঁথিতে লেখা হতো এবং সেই পুঁথিগুলোকে অলংকৃত করার জন্য ক্ষুদ্রাকৃতির রঙিন ছবি বা পুঁথিচিত্র আঁকা হতো। এটিই বাংলার চিত্রকলা বা মিনিয়েচার পেইন্টিং-এর প্রাচীনতম নিদর্শন।
জব সলুশন