বিজয় সেনের প্রথম রাজধানী -

ক) হুগলীতে
খ) নদীয়ায়
গ) মুন্সীগঞ্জে
ঘ) বিক্রমপুরে
বিস্তারিত ব্যাখ্যা:
বিজয় সেনের দুটি রাজধানী ছিল। একটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিজয়পুর এবং অন্যটি পূর্ববঙ্গের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে হুগলীতে (বিজয়পুর) তাঁর প্রথম রাজধানী ছিল।

Related Questions

ক) বিক্রমপুর
খ) নদীয়া
গ) দাক্ষিণাত্য
ঘ) কামরূপ
Note : সেনরা মূলত বহিরাগত ছিলেন। তাঁদের পূর্বপুরুষরা ছিলেন দাক্ষিণাত্যের কর্ণাটক অঞ্চলের 'ব্রহ্মক্ষত্রিয়'। তাঁরা পালদের অধীনে সেনাপতি হিসেবে বাংলায় আসেন এবং পরে ক্ষমতা দখল করেন।
ক) খিলজি
খ) সেন
গ) তুগলক
ঘ) মুগল
Note : পালদের দুর্বলতার সুযোগে দাক্ষিণাত্য থেকে আগত সেন বংশ বাংলায় তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে। বিজয় সেন পালদের বিতাড়িত করে সেন শাসনের সূচনা করেন।
ক) গোপাল
খ) ধর্মপাল
গ) রামপাল
ঘ) দেবপাল
Note : যদিও দেবপাল সামরিক দিক থেকে শক্তিশালী ছিলেন, তবে রাজ্য বিস্তার, শাসনব্যবস্থা এবং ধর্ম ও জ্ঞানচর্চার পৃষ্ঠপোষকতার জন্য গোপালের পুত্র ধর্মপালকেই পাল বংশের শ্রেষ্ঠ রাজা হিসেবে গণ্য করা হয়।
ক) হিন্দু
খ) জৈন
গ) বৌদ্ধ
ঘ) খ্রিষ্টান
Note : পাল রাজারা ছিলেন মহাযান বৌদ্ধ ধর্মের অনুসারী ও পৃষ্ঠপোষক। তাঁদের শাসনামলে অনেক বৌদ্ধ বিহার ও স্তূপ নির্মিত হয়েছিল, যেমন সোমপুর মহাবিহার।
ক) ধর্মপাল
খ) দেবপাল
গ) গোপাল
ঘ) মহীপাল
Note : মাৎস্যন্যায় যুগের অরাজকতার অবসান ঘটাতে বাংলার নেতৃবৃন্দ গোপালকে রাজা হিসেবে নির্বাচিত করেন। তিনিই পাল বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা।
ক) পাল বংশ
খ) সেন বংশ
গ) ভুইয়া বংশ
ঘ) গুপ্ত বংশ
Note : পাল বংশ প্রায় চারশত বছর (আনুমানিক ৭৫০-১১৬১ খ্রি.) ধরে বাংলা শাসন করেছিল, যা তাদেরকে বাংলার ইতিহাসে দীর্ঘতম শাসনকারী রাজবংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন