বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ক) ধর্মপাল
খ) দেবপাল
গ) গোপাল
ঘ) মহীপাল
বিস্তারিত ব্যাখ্যা:
মাৎস্যন্যায় যুগের অরাজকতার অবসান ঘটাতে বাংলার নেতৃবৃন্দ গোপালকে রাজা হিসেবে নির্বাচিত করেন। তিনিই পাল বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা।

Related Questions

ক) পাল বংশ
খ) সেন বংশ
গ) ভুইয়া বংশ
ঘ) গুপ্ত বংশ
Note : পাল বংশ প্রায় চারশত বছর (আনুমানিক ৭৫০-১১৬১ খ্রি.) ধরে বাংলা শাসন করেছিল, যা তাদেরকে বাংলার ইতিহাসে দীর্ঘতম শাসনকারী রাজবংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ক) পাল রাজা
খ) সেন রাজা
গ) চন্দ্র রাজা
ঘ) খড়গ রাজা
Note : পাল রাজাদের আদি নিবাস বা পিতৃভূমি ছিল বরেন্দ্র অঞ্চল (উত্তরবঙ্গ)। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এই অঞ্চলেরই মানুষ ছিলেন।
ক) গোপাল
খ) রামপাল
গ) বিজয় সেন
ঘ) লক্ষণ সেন
Note : মাৎস্যন্যায় যুগের অবসান ঘটিয়ে গোপালকে বাংলার প্রজারা রাজা নির্বাচিত করে। তাঁর হাত ধরেই পাল বংশের সূচনা হয়, যা ছিল বাংলার প্রথম দীর্ঘস্থায়ী বংশানুক্রমিক শাসন।
ক) তারনাথের বিবরণ
খ) সন্ধ্যাকর নন্দীর বিবরণ
গ) হর্ষচরিত
ঘ) আর্যমঞ্জুশ্রীমূলকল্প
Note : পাল রাজা রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দীর 'রামচরিতম' এবং অন্যান্য পাল তাম্রশাসনে মাৎস্যন্যায় যুগের বিশৃঙ্খল অবস্থার বর্ণনা পাওয়া যায় এবং গোপালকে নির্বাচিত করার কথা উল্লেখ আছে।
ক) খলজি শাসন আমলে
খ) সেন শাসন আমলে
গ) মুগল শাসন আমলে
ঘ) পাল তাম্র শাসন আমলে
Note : পাল শাসনের ঠিক পূর্ববর্তী সময়ে মাৎস্যন্যায় দেখা যায়। পাল তাম্রশাসনে এই অরাজকতার বর্ণনা পাওয়া যায়, তাই এটিই সবচেয়ে প্রাসঙ্গিক উত্তর।
ক) মৎস্যময় বাংলাদেশ
খ) রাজনৈতিক পরিস্থিতি
গ) মৎস্যময় ভারত
ঘ) প্রাকৃতিক পরিস্থিতি
Note : এটি কোনো প্রাকৃতিক বা মৎস্য সংক্রান্ত অবস্থা নয়, বরং শশাঙ্ক-পরবর্তী বাংলায় সৃষ্ট চরম রাজনৈতিক অস্থিতিশীলতা, অরাজকতা এবং কেন্দ্রীয় শাসনের অনুপস্থিতিকে নির্দেশ করে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন