বাংলায় মুসলিম শাসন (আধিপত্য বিস্তারের) সূচনা করেন-
ক) মুহম্মদ বখতিয়ার খলজি
খ) মুহম্মদ বিন কাসিম
গ) মুহম্মদ ঘুরী
ঘ) সুলতান মাহমুদ
বিস্তারিত ব্যাখ্যা:
তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি ১২০৪ সালে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদীয়া দখল করেন এবং এর মাধ্যমে বাংলায় প্রথম মুসলিম শাসনের সূচনা করেন।
Related Questions
ক) লক্ষণ সেন
খ) বল্লাল সেন
গ) আলাউদ্দিন খলজি
ঘ) সম্রাট আকবর
Note : রাজা বল্লাল সেন 'অদ্ভুতসাগর' গ্রন্থটি রচনার কাজ শুরু করলেও তা শেষ করতে পারেননি। তাঁর পুত্র ও উত্তরাধিকারী লক্ষণ সেন এই অসমাপ্ত কাজটি সম্পন্ন করেন।
ক) বল্লাল সেন
খ) বিজয় সেন
গ) লক্ষণ সেন
ঘ) হেমন্ত সেন
Note : সেন রাজা বল্লাল সেন কেবল একজন শাসকই ছিলেন না, তিনি একজন পণ্ডিত ও বিদ্যোৎসাহীও ছিলেন। 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' নামক স্মৃতিশাস্ত্র বিষয়ক গ্রন্থ দুটি তিনিই রচনা করেন।
ক) বিজয় সেন
খ) বল্লাল সেন
গ) লক্ষণ সেন
ঘ) শ্রী চৈতন্য দেব
Note : সেন রাজা বল্লাল সেন হিন্দু সমাজে বর্ণপ্রথাকে আরও কঠোর করতে এবং ব্রাহ্মণ, কায়স্থ ও বৈদ্যদের মধ্যে সামাজিক মর্যাদাভিত্তিক 'কৌলিন্য প্রথা'র প্রবর্তন করেন।
ক) হুগলীতে
খ) নদীয়ায়
গ) মুন্সীগঞ্জে
ঘ) বিক্রমপুরে
Note : বিজয় সেনের দুটি রাজধানী ছিল। একটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিজয়পুর এবং অন্যটি পূর্ববঙ্গের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে হুগলীতে (বিজয়পুর) তাঁর প্রথম রাজধানী ছিল।
ক) বিক্রমপুর
খ) নদীয়া
গ) দাক্ষিণাত্য
ঘ) কামরূপ
Note : সেনরা মূলত বহিরাগত ছিলেন। তাঁদের পূর্বপুরুষরা ছিলেন দাক্ষিণাত্যের কর্ণাটক অঞ্চলের 'ব্রহ্মক্ষত্রিয়'। তাঁরা পালদের অধীনে সেনাপতি হিসেবে বাংলায় আসেন এবং পরে ক্ষমতা দখল করেন।
ক) খিলজি
খ) সেন
গ) তুগলক
ঘ) মুগল
Note : পালদের দুর্বলতার সুযোগে দাক্ষিণাত্য থেকে আগত সেন বংশ বাংলায় তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে। বিজয় সেন পালদের বিতাড়িত করে সেন শাসনের সূচনা করেন।
জব সলুশন