'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?

ক) চট্টগ্রাম
খ) রাঙ্গামাটি
গ) চাঁপাইনবাবগঞ্জ
ঘ) জামালপুর
বিস্তারিত ব্যাখ্যা:
'গম্ভীরা' একটি লোকসংগীতের ধারা যা মূলত নানা-নাতির কথোপকথনের মাধ্যমে সামাজিক সমস্যা, দুর্নীতি ইত্যাদি তুলে ধরে। এটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং ভারতের মালদহ অঞ্চলে প্রচলিত।

Related Questions

ক) কৃষ্ণদাস কবিরাজ
খ) জয়ানন্দ
গ) বৃন্দাবন দাস
ঘ) কবি কর্ণপুর পরমানন্দ সেন
Note : শ্রীচৈতন্যদেবের জীবন ও দর্শন অবলম্বনে রচিত জীবনীকাব্যগুলোর মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত 'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত' সবচেয়ে তথ্যবহুল, তত্ত্বনিষ্ঠ ও পাণ্ডিত্যপূর্ণ বলে এটিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়।
ক) সিকান্দার আবু জাফর
খ) আবদুল্লাহ আবু সায়ীদ
গ) রফিক আজাদ
ঘ) আব্দুল মান্নান সৈয়দ
Note : 'কণ্ঠস্বর' ষাটের দশকের একটি অত্যন্ত প্রভাবশালী সাহিত্য পত্রিকা। এর সম্পাদক ছিলেন প্রখ্যাত লেখক, অধ্যাপক এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ।
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
গ) সৈয়দ শামসুল হক
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Note : 'চাঁদের অমাবস্যা' (১৯৬৪) একটি মনস্তাত্ত্বিক উপন্যাস, যার রচয়িতা প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ। এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত হয়।
ক) আলালের ঘরের দুলাল
খ) সীতারাম
গ) চঞ্চলা
ঘ) কুহেলিকা
Note : বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে খ্যাত 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮)-এর রচয়িতা হলেন প্যারীচাঁদ মিত্র। তিনি 'টেকচাঁদ ঠাকুর' ছদ্মনামে এটি রচনা করেন।
ক) আহসান হাবীব
খ) আনিস চৌধুরী
গ) সুনীর গঙ্গোপাধ্যায়
ঘ) শহীদুল্লা কায়সার
Note : 'সারেং বৌ' (১৯৬২) একটি বিখ্যাত সামাজিক-রাজনৈতিক উপন্যাস। এর রচয়িতা হলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লা কায়সার।
ক) শহীদুল জহির
খ) আহমদ ছফা
গ) মাহমুদুল হক
ঘ) সেলিনা হোসেন
Note : 'কালো বরফ' (১৯৯২) বাংলাদেশের কথাসাহিত্যিক মাহমুদুল হক রচিত একটি বিখ্যাত উপন্যাস। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে 'জীবন আমার বোন'।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন