কোন দেশ দু'টি দুই মহাদেশে অবস্থিত
ক) রাশিয়া ও ইউক্রেন
খ) রাশিয়া ও আলবেনিয়া
গ) তুরস্ক ও রাশিয়া
ঘ) তুরস্ক ও আলবেনিয়া
বিস্তারিত ব্যাখ্যা:
রাশিয়া (ইউরোপ ও এশিয়া) এবং তুরস্ক (ইউরোপ ও এশিয়া) উভয় দেশই দুটি মহাদেশে বিস্তৃত। অন্যান্য বিকল্পগুলোতে ইউক্রেন ও আলবেনিয়া শুধুমাত্র ইউরোপ মহাদেশে অবস্থিত, যা জোড়াকে ভুল প্রমাণ করে। তাই সঠিক উত্তর 'তুরস্ক ও রাশিয়া'।
Related Questions
ক) মেক্সিকো
খ) সুদান
গ) জর্ডান
ঘ) কোনোটিই নয়
Note : এই ধরনের দেশকে আন্তঃমহাদেশীয় (transcontinental) দেশ বলা হয়। যেমন— তুরস্ক (এশিয়া ও ইউরোপ) এবং রাশিয়া (এশিয়া ও ইউরোপ)। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে মেক্সিকো (উত্তর আমেরিকা), সুদান (আফ্রিকা), এবং জর্ডান (এশিয়া) শুধু একটি মহাদেশে অবস্থিত। তাই সঠিক উত্তর 'কোনোটিই নয়'।
ক) মালদ্বীপ
খ) ভ্যাটিকান
গ) তাইওয়ান
ঘ) সিঙ্গাপুর
Note : ভ্যাটিকান সিটি আয়তনে (০.৪৪ বর্গ কিমি) এবং জনসংখ্যায় (প্রায় ৮০০-১০০০ জন) উভয় বিচারেই পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। তাই এটিই সঠিক উত্তর।
ক) ফিজি
খ) ভ্যাটিকান
গ) কুয়েত
ঘ) মালদ্বীপ
Note : ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। এর আয়তন মাত্র ০.৪৪ বর্গ কিলোমিটার (১১০ একর) এবং এটিই পৃথিবীর স্বীকৃত ক্ষুদ্রতম দেশ। অন্য বিকল্পগুলো, যেমন মালদ্বীপ বা ফিজি, এর চেয়ে অনেক বড়।
ক) চীন
খ) মার্কিন যুক্তরাষ্ট্র
গ) অস্ট্রেলিয়া
ঘ) ব্রাজিল
Note : আয়তনের ভিত্তিতে রাশিয়া প্রথম এবং কানাডা দ্বিতীয়। তৃতীয় স্থান নিয়ে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায়ই বিতর্ক দেখা যায়। তবে মোট আয়তনের (জলভাগসহ) হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে (USA) তৃতীয় এবং চীনকে চতুর্থ বৃহত্তম দেশ হিসেবে গণ্য করা হয়। প্রদত্ত বিকল্পে উভয়ই থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রকে অধিকতর সঠিক হিসেবে ধরা হয়।
ক) Russia
খ) USA
গ) China
ঘ) Canada
Note : রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ। এর পরেই প্রায় ৯.৯৮ মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তন নিয়ে কানাডার অবস্থান। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। তাই সঠিক উত্তর কানাডা।
ক) চীন
খ) কানাডা
গ) যুক্তরাষ্ট্র
ঘ) রাশিয়া
Note : ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়। এর মধ্যে বৃহত্তম অংশটি হলো রাশিয়া ফেডারেশন, যা সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারী রাষ্ট্র হিসেবে বিশ্বের বৃহত্তম দেশের মর্যাদা লাভ করে। সুতরাং, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরেও রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ।
জব সলুশন