কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত
ক) ইউরোপ
খ) দক্ষিণ আমেরিকা
গ) আফ্রিকা
ঘ) উত্তর আমেরিকা
বিস্তারিত ব্যাখ্যা:
কলম্বিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর-পশ্চিমাংশে অবস্থিত একটি দেশ। এর রাজধানী বোগোটা। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। তাই সঠিক উত্তর দক্ষিণ আমেরিকা।
Related Questions
ক) উত্তর আমেরিকা
খ) আফ্রিকা
গ) ইউরোপে
ঘ) অস্ট্রেলিয়া
Note : কানাডা উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশে অবস্থিত একটি দেশ। এটি আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। এর দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থিত। তাই সঠিক উত্তর উত্তর আমেরিকা।
ক) Africa
খ) Asia
গ) Europe
ঘ) Australia
Note : ইরিত্রিয়া পূর্ব আফ্রিকার একটি দেশ, যা 'আফ্রিকার শিং' (Horn of Africa) অঞ্চলে অবস্থিত। এটি ১৯৯৩ সালে ইথিওপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং জাতিসংঘের ১৮২তম সদস্য হয়। সুতরাং, এটি আফ্রিকা মহাদেশের একটি দেশ।
ক) Africa
খ) Asia
গ) Europe
ঘ) Oceania
Note : পূর্ব তিমুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এটি তিমুর দ্বীপের পূর্বাংশ নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে এটি এশিয়া মহাদেশের অন্তর্গত। ওশেনিয়া মহাদেশ এর দক্ষিণে অবস্থিত হলেও পূর্ব তিমুরকে এশিয়ার অংশ হিসেবেই গণ্য করা হয়।
ক) রাশিয়া ও ইউক্রেন
খ) রাশিয়া ও আলবেনিয়া
গ) তুরস্ক ও রাশিয়া
ঘ) তুরস্ক ও আলবেনিয়া
Note : রাশিয়া (ইউরোপ ও এশিয়া) এবং তুরস্ক (ইউরোপ ও এশিয়া) উভয় দেশই দুটি মহাদেশে বিস্তৃত। অন্যান্য বিকল্পগুলোতে ইউক্রেন ও আলবেনিয়া শুধুমাত্র ইউরোপ মহাদেশে অবস্থিত, যা জোড়াকে ভুল প্রমাণ করে। তাই সঠিক উত্তর 'তুরস্ক ও রাশিয়া'।
ক) মেক্সিকো
খ) সুদান
গ) জর্ডান
ঘ) কোনোটিই নয়
Note : এই ধরনের দেশকে আন্তঃমহাদেশীয় (transcontinental) দেশ বলা হয়। যেমন— তুরস্ক (এশিয়া ও ইউরোপ) এবং রাশিয়া (এশিয়া ও ইউরোপ)। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে মেক্সিকো (উত্তর আমেরিকা), সুদান (আফ্রিকা), এবং জর্ডান (এশিয়া) শুধু একটি মহাদেশে অবস্থিত। তাই সঠিক উত্তর 'কোনোটিই নয়'।
ক) মালদ্বীপ
খ) ভ্যাটিকান
গ) তাইওয়ান
ঘ) সিঙ্গাপুর
Note : ভ্যাটিকান সিটি আয়তনে (০.৪৪ বর্গ কিমি) এবং জনসংখ্যায় (প্রায় ৮০০-১০০০ জন) উভয় বিচারেই পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। তাই এটিই সঠিক উত্তর।
জব সলুশন