সাদৃশ্য বিবেচনা করে সঠিকটি বাছাই কর। পেরু লিমা নিউজিল্যান্ড ......
ক) হ্যামিলটন
খ) ওয়েলিংটন
গ) ক্রাইস্টচার্চ
ঘ) অকল্যান্ড
বিস্তারিত ব্যাখ্যা:
এখানে 'পেরু' একটি দেশ এবং 'লিমা' তার রাজধানী। একই lógica অনুসরণ করে, 'নিউজিল্যান্ড' দেশটির রাজধানী খুঁজে বের করতে হবে। নিউজিল্যান্ডের রাজধানী হলো ওয়েলিংটন। অকল্যান্ড বৃহত্তম শহর হলেও রাজধানী নয়। তাই সঠিক উত্তর ওয়েলিংটন।
Related Questions
ক) খার্তুম
খ) বুয়েন্স আয়ার্স
গ) ব্রাসেলস
ঘ) সুরিনাম
Note : খার্তুম (সুদান), বুয়েন্স আয়ার্স (আর্জেন্টিনা) এবং ব্রাসেলস (বেলজিয়াম) হলো বিভিন্ন দেশের রাজধানী শহরের নাম। অন্যদিকে, সুরিনাম একটি দেশের নাম, কোনো রাজধানী শহরের নাম নয়। এর রাজধানী হলো প্যারামারিবো। তাই সুরিনাম ব্যতিক্রম।
ক) New York
খ) Washington D.C
গ) Paris
ঘ) London
Note : Washington D.C. (যুক্তরাষ্ট্র), Paris (ফ্রান্স) এবং London (যুক্তরাজ্য) নিজ নিজ দেশের রাজধানী। New York যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর এবং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র, কিন্তু এটি রাজধানী নয়।
ক) উলানবাটোর
খ) বৈরুত
গ) আবুজা
ঘ) লিয়ন
Note : উলানবাটোর (মঙ্গোলিয়া), বৈরুত (লেবানন) এবং আবুজা (নাইজেরিয়া) নিজ নিজ দেশের রাজধানী। অন্যদিকে, লিয়ন (Lyon) ফ্রান্সের একটি অন্যতম প্রধান শহর, কিন্তু ফ্রান্সের রাজধানী হলো প্যারিস।
ক) সাইপ্রাস-নিকোশিয়া
খ) চেকোশ্লোভাকিয়া - প্রাগ
গ) সৌদি আরব-জেদ্দা
ঘ) স্পেন- মাদ্রিদ
Note : সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ, জেদ্দা নয়। জেদ্দা দেশটির একটি প্রধান বন্দর ও বাণিজ্যিক শহর। অন্য জোড়াগুলো সঠিক সাইপ্রাসের রাজধানী নিকোশিয়া, চেকোশ্লোভাকিয়ার (বর্তমানে চেক প্রজাতন্ত্রের) রাজধানী প্রাগ এবং স্পেনের রাজধানী মাদ্রিদ।
ক) লেবানন
খ) সিঙ্গাপুর
গ) ভুটান
ঘ) মালদ্বীপ
Note : সিঙ্গাপুর একটি নগর-রাষ্ট্র, যেখানে দেশটির নাম এবং রাজধানীর নাম একই—সিঙ্গাপুর। লেবাননের রাজধানী বৈরুত, ভুটানের থিম্পু এবং মালদ্বীপের মালে।
ক) তাইওয়ান
খ) উগান্ডা
গ) জিবুতি
ঘ) কোস্টারিকা
Note : জিবুতি (Djibouti) দেশটির রাজধানীর নামও জিবুতি সিটি। অন্যান্য বিকল্পে তাইওয়ানের রাজধানী তাইপে, উগান্ডার রাজধানী কাম্পালা এবং কোস্টারিকার রাজধানী সান হোসে।
জব সলুশন