উরুগুয়ের রাজধানীর নাম কী?

ক) মন্টিভিডিও
খ) সান্টিয়াগো
গ) বোগোটা
ঘ) আসনসিওন
বিস্তারিত ব্যাখ্যা:
উরুগুয়ের রাজধানী ও বৃহত্তম শহর হলো মন্টিভিডিও। অন্যান্য অপশনগুলোর মধ্যে সান্তিয়াগো চিলির, বোগোটা কলম্বিয়ার এবং আসনসিওন প্যারাগুয়ের রাজধানী।

Related Questions

ক) Bolivia
খ) Venezuela
গ) El Salvador
ঘ) Puerto Rico
Note : বলিভিয়ার দুটি রাজধানী রয়েছে: সুক্রে (সাংবিধানিক ও বিচার বিভাগীয় রাজধানী) এবং লা পাজ (প্রশাসনিক ও নির্বাহী ক্ষমতার কেন্দ্র)। এই দ্বৈত রাজধানীর ব্যবস্থাটি বলিভিয়ার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। অন্য দেশগুলোর একটি করেই রাজধানী।
ক) Bogota
খ) Caracas
গ) Nicaragua
ঘ) Beijing
Note : কলম্বিয়ার রাজধানী হলো বোগোতা। এটি দেশের বৃহত্তম শহর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। কারাকাস ভেনিজুয়েলার রাজধানী, বেইজিং চীনের রাজধানী এবং নিকারাগুয়া একটি দেশ, কোনো শহরের নাম নয়।
ক) গায়ানা
খ) বলিভিয়া
গ) ব্রাজিল
ঘ) কলাম্বিয়া
Note : ভেনিজুয়েলার সীমান্তবর্তী বা প্রতিবেশী রাষ্ট্রগুলো হলো ব্রাজিল, গায়ানা এবং কলম্বিয়া। বলিভিয়া ভেনিজুয়েলার সরাসরি প্রতিবেশী নয়, কারণ এই দুটি দেশের মাঝে ব্রাজিল ও কলম্বিয়া অবস্থিত। তাই সঠিক উত্তর বলিভিয়া।
ক) Caracas
খ) Baku
গ) Macao
ঘ) Lapaz
Note : ভেনিজুয়েলার রাজধানী হলো কারাকাস, যা দেশটির প্রধান প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। অন্য অপশনগুলোর মধ্যে বাকু আজারবাইজানের, ম্যাকাও চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং লাপাজ বলিভিয়ার প্রশাসনিক রাজধানী।
ক) হ্যামিলটন
খ) ওয়েলিংটন
গ) ক্রাইস্টচার্চ
ঘ) অকল্যান্ড
Note : এখানে 'পেরু' একটি দেশ এবং 'লিমা' তার রাজধানী। একই lógica অনুসরণ করে, 'নিউজিল্যান্ড' দেশটির রাজধানী খুঁজে বের করতে হবে। নিউজিল্যান্ডের রাজধানী হলো ওয়েলিংটন। অকল্যান্ড বৃহত্তম শহর হলেও রাজধানী নয়। তাই সঠিক উত্তর ওয়েলিংটন।
ক) খার্তুম
খ) বুয়েন্স আয়ার্স
গ) ব্রাসেলস
ঘ) সুরিনাম
Note : খার্তুম (সুদান), বুয়েন্স আয়ার্স (আর্জেন্টিনা) এবং ব্রাসেলস (বেলজিয়াম) হলো বিভিন্ন দেশের রাজধানী শহরের নাম। অন্যদিকে, সুরিনাম একটি দেশের নাম, কোনো রাজধানী শহরের নাম নয়। এর রাজধানী হলো প্যারামারিবো। তাই সুরিনাম ব্যতিক্রম।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন