কিটো কোন দেশের রাজধানী?
ক) ইকুয়েডর
খ) উরুগুয়ে
গ) পেরু
ঘ) প্যারাগুয়ে
বিস্তারিত ব্যাখ্যা:
কিটো দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের রাজধানী। এটি আন্দিজ পর্বতমালায় অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতার কারণে এটি বিশ্বের অন্যতম উচ্চতম রাজধানী হিসেবে পরিচিত।
Related Questions
ক) বুয়েন্স আয়ার্স
খ) লিমা
গ) কারাকাস
ঘ) হাইতি
Note : পেরুর রাজধানী হলো লিমা। এটি দেশটির বৃহত্তম শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র। বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনার রাজধানী, কারাকাস ভেনিজুয়েলার রাজধানী এবং হাইতি একটি ক্যারিবীয় দেশ।
ক) মন্টিভিডিও
খ) সান্টিয়াগো
গ) বোগোটা
ঘ) আসনসিওন
Note : উরুগুয়ের রাজধানী ও বৃহত্তম শহর হলো মন্টিভিডিও। অন্যান্য অপশনগুলোর মধ্যে সান্তিয়াগো চিলির, বোগোটা কলম্বিয়ার এবং আসনসিওন প্যারাগুয়ের রাজধানী।
ক) Bolivia
খ) Venezuela
গ) El Salvador
ঘ) Puerto Rico
Note : বলিভিয়ার দুটি রাজধানী রয়েছে: সুক্রে (সাংবিধানিক ও বিচার বিভাগীয় রাজধানী) এবং লা পাজ (প্রশাসনিক ও নির্বাহী ক্ষমতার কেন্দ্র)। এই দ্বৈত রাজধানীর ব্যবস্থাটি বলিভিয়ার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। অন্য দেশগুলোর একটি করেই রাজধানী।
ক) Bogota
খ) Caracas
গ) Nicaragua
ঘ) Beijing
Note : কলম্বিয়ার রাজধানী হলো বোগোতা। এটি দেশের বৃহত্তম শহর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। কারাকাস ভেনিজুয়েলার রাজধানী, বেইজিং চীনের রাজধানী এবং নিকারাগুয়া একটি দেশ, কোনো শহরের নাম নয়।
ক) গায়ানা
খ) বলিভিয়া
গ) ব্রাজিল
ঘ) কলাম্বিয়া
Note : ভেনিজুয়েলার সীমান্তবর্তী বা প্রতিবেশী রাষ্ট্রগুলো হলো ব্রাজিল, গায়ানা এবং কলম্বিয়া। বলিভিয়া ভেনিজুয়েলার সরাসরি প্রতিবেশী নয়, কারণ এই দুটি দেশের মাঝে ব্রাজিল ও কলম্বিয়া অবস্থিত। তাই সঠিক উত্তর বলিভিয়া।
ক) Caracas
খ) Baku
গ) Macao
ঘ) Lapaz
Note : ভেনিজুয়েলার রাজধানী হলো কারাকাস, যা দেশটির প্রধান প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। অন্য অপশনগুলোর মধ্যে বাকু আজারবাইজানের, ম্যাকাও চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং লাপাজ বলিভিয়ার প্রশাসনিক রাজধানী।
জব সলুশন