কোন দ্বীপটি পলিনেশিয়ার অন্তর্ভুক্ত?
ক) পালাউ
খ) সামোয়া
গ) কিরিবাতি
ঘ) নাউরু
Related Questions
ক) নাউরু
খ) কেনিয়া
গ) কিউবা
ঘ) গায়ানা
Note : নাউরু মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, যা ভৌগোলিকভাবে ওশেনিয়া মহাদেশের অংশ। অন্যদিকে, কেনিয়া আফ্রিকা, কিউবা উত্তর আমেরিকা এবং গায়ানা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
ক) ইউরেশিয়া
খ) পলিনেশিয়া
গ) মাইক্রোনেশিয়া
ঘ) ওশেনিয়া
Note : ওশেনিয়া হলো একটি মহাদেশীয় অঞ্চল যা অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপপুঞ্জকে অন্তর্ভুক্ত করে। পলিনেশিয়া ও মাইক্রোনেশিয়া হলো ওশেনিয়ার দুটি উপ-অঞ্চল। তাই সামগ্রিক পরিচয়ের ক্ষেত্রে 'ওশেনিয়া' শব্দটিই সঠিক।
ক) প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে
খ) ভারত মহাসাগরের সকল দ্বীপকে
গ) উত্তর মহাসাগরের সকল দ্বীপকে
ঘ) আটলান্টিক মহাসাগরের সকল দ্বীপকে
Note : ওশেনিয়া একটি ভৌগোলিক অঞ্চল যা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের হাজারো দ্বীপপুঞ্জ (মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়া) নিয়ে গঠিত। তাই সাধারণভাবে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জকেই ওশেনিয়া বলা হয়।
ক) বলিভিয়া
খ) উরুগুয়ে
গ) আর্জেন্টিনা
ঘ) গায়ানা
Note : স্থলবেষ্টিত দেশ হলো এমন দেশ যার কোনো সমুদ্র উপকূল নেই, অর্থাৎ চারদিকে অন্যান্য দেশ দ্বারা পরিবেষ্টিত। প্রদত্ত অপশনগুলোর মধ্যে উরুগুয়ে, আর্জেন্টিনা ও গায়ানার আটলান্টিক মহাসাগরের সাথে উপকূল রয়েছে। একমাত্র বলিভিয়াই স্থলবেষ্টিত।
ক) Black Sea
খ) Atlantic Sea
গ) Pacific Ocean
ঘ) Mediterranean Sea
Note : চিলি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত। দেশটির সম্পূর্ণ পশ্চিম সীমান্ত জুড়ে রয়েছে দীর্ঘ উপকূলরেখা, যা পুরোটাই প্রশান্ত মহাসাগর (Pacific Ocean) বরাবর বিস্তৃত। কৃষ্ণ সাগর (Black Sea), আটলান্টিক মহাসাগর (Atlantic Sea) বা ভূমধ্যসাগরের (Mediterranean Sea) সাথে চিলির কোনো সংযোগ নেই।
ক) পেরু
খ) মেক্সিকো
গ) মাদাগাস্কার
ঘ) চিলি
Note : চিলি তার অত্যন্ত দীর্ঘ এবং সরু ভৌগোলিক আকৃতির জন্য বিখ্যাত। দেশটি প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর লম্বালম্বিভাবে প্রায় ৪,২৭০ কিলোমিটার বিস্তৃত, কিন্তু এর গড় প্রস্থ মাত্র ১৭৭ কিলোমিটার। এই অনন্য আকৃতির কারণে একে বিশ্বের সর্বাপেক্ষা সরু দেশ বলা হয়।
জব সলুশন