Chile has a long seashore along -
ক) Black Sea
খ) Atlantic Sea
গ) Pacific Ocean
ঘ) Mediterranean Sea
বিস্তারিত ব্যাখ্যা:
চিলি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত। দেশটির সম্পূর্ণ পশ্চিম সীমান্ত জুড়ে রয়েছে দীর্ঘ উপকূলরেখা, যা পুরোটাই প্রশান্ত মহাসাগর (Pacific Ocean) বরাবর বিস্তৃত। কৃষ্ণ সাগর (Black Sea), আটলান্টিক মহাসাগর (Atlantic Sea) বা ভূমধ্যসাগরের (Mediterranean Sea) সাথে চিলির কোনো সংযোগ নেই।
Related Questions
ক) পেরু
খ) মেক্সিকো
গ) মাদাগাস্কার
ঘ) চিলি
Note : চিলি তার অত্যন্ত দীর্ঘ এবং সরু ভৌগোলিক আকৃতির জন্য বিখ্যাত। দেশটি প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর লম্বালম্বিভাবে প্রায় ৪,২৭০ কিলোমিটার বিস্তৃত, কিন্তু এর গড় প্রস্থ মাত্র ১৭৭ কিলোমিটার। এই অনন্য আকৃতির কারণে একে বিশ্বের সর্বাপেক্ষা সরু দেশ বলা হয়।
ক) চিলি
খ) প্যারাগুয়ে
গ) আলবেনিয়া
ঘ) সুরিনাম
Note : চিলি, প্যারাগুয়ে ও সুরিনাম—এই তিনটি দেশই দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। অন্যদিকে, আলবেনিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি দেশ। সুতরাং, আলবেনিয়া দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয়।
ক) ইকুয়েডর
খ) উরুগুয়ে
গ) পেরু
ঘ) প্যারাগুয়ে
Note : কিটো দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের রাজধানী। এটি আন্দিজ পর্বতমালায় অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতার কারণে এটি বিশ্বের অন্যতম উচ্চতম রাজধানী হিসেবে পরিচিত।
ক) বুয়েন্স আয়ার্স
খ) লিমা
গ) কারাকাস
ঘ) হাইতি
Note : পেরুর রাজধানী হলো লিমা। এটি দেশটির বৃহত্তম শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র। বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনার রাজধানী, কারাকাস ভেনিজুয়েলার রাজধানী এবং হাইতি একটি ক্যারিবীয় দেশ।
ক) মন্টিভিডিও
খ) সান্টিয়াগো
গ) বোগোটা
ঘ) আসনসিওন
Note : উরুগুয়ের রাজধানী ও বৃহত্তম শহর হলো মন্টিভিডিও। অন্যান্য অপশনগুলোর মধ্যে সান্তিয়াগো চিলির, বোগোটা কলম্বিয়ার এবং আসনসিওন প্যারাগুয়ের রাজধানী।
ক) Bolivia
খ) Venezuela
গ) El Salvador
ঘ) Puerto Rico
Note : বলিভিয়ার দুটি রাজধানী রয়েছে: সুক্রে (সাংবিধানিক ও বিচার বিভাগীয় রাজধানী) এবং লা পাজ (প্রশাসনিক ও নির্বাহী ক্ষমতার কেন্দ্র)। এই দ্বৈত রাজধানীর ব্যবস্থাটি বলিভিয়ার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। অন্য দেশগুলোর একটি করেই রাজধানী।
জব সলুশন