পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? Or, In terms of land area, the largest continent on the earth is-
ক) আফ্রিকা
খ) ইউরেশিয়া
গ) এশিয়া
ঘ) উত্তর আমেরিকা
বিস্তারিত ব্যাখ্যা:
এশিয়া আয়তন (প্রায় ৪৪.৬ মিলিয়ন বর্গ কি.মি.) এবং জনসংখ্যা উভয় দিক থেকেই বিশ্বের বৃহত্তম মহাদেশ। আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম। ইউরেশিয়া হলো ইউরোপ ও এশিয়ার সম্মিলিত ভূখণ্ড, তবে মহাদেশ হিসেবে এশিয়া এককভাবে বৃহত্তম।
Related Questions
ক) 4
খ) 5
গ) 6
ঘ) 7
Note : ভৌগোলিকভাবে স্বীকৃত মডেল অনুসারে, পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে। এগুলো হলো: এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া (বা ওশেনিয়া)। তাই সঠিক উত্তর ৭।
ক) সুইজারল্যান্ড
খ) নাউরু
গ) ইথিওপিয়া
ঘ) কোরিয়া
Note : নাউরু বিশ্বের একমাত্র দেশ যার কোনো দাপ্তরিক বা ঘোষিত রাজধানী নেই। দেশটির সরকারি কার্যক্রমগুলো মূলত ইয়ারেন জেলায় পরিচালিত হয়, যা কার্যত রাজধানী হিসেবে কাজ করে কিন্তু আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন।
ক) Luanda
খ) Baku
গ) Sofia
ঘ) Port Moresby
Note : পাপুয়া নিউগিনির রাজধানী হলো পোর্ট মোর্সবি। লুয়ান্ডা অ্যাঙ্গোলার, বাকু আজারবাইজানের এবং সোফিয়া বুলগেরিয়ার রাজধানী।
ক) পোর্ট মোর্সবি
খ) পোর্ট অব প্রিন্স
গ) পোর্ট ভিলা
ঘ) পোর্ট লুইস
Note : ভানুয়াতুর রাজধানী ও বৃহত্তম শহর হলো পোর্ট ভিলা। পোর্ট মোর্সবি পাপুয়া নিউগিনির, পোর্ট অব প্রিন্স হাইতির এবং পোর্ট লুইস মরিশাসের রাজধানী।
ক) Kenya
খ) Fiji
গ) Zambia
ঘ) Sao Paulo
Note : সুভা (Suva) হলো ফিজির রাজধানী এবং বৃহত্তম শহর। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র। কেনিয়া ও জাম্বিয়া আফ্রিকার দেশ এবং সাও পাওলো ব্রাজিলের একটি শহর।
ক) সামোয়া
খ) নাউরু
গ) ফিজি
ঘ) লাওস
Note : মেলানেশিয়া ('কালো দ্বীপপুঞ্জ') ওশেনিয়ার একটি উপ-অঞ্চল। ফিজি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। সামোয়া পলিনেশিয়ায়, নাউরু মাইক্রোনেশিয়ায় এবং লাওস দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত।
জব সলুশন