সেভেন সিস্টার্স বলা হয় কোন অঞ্চলকে?
ক) উত্তর ভারতের ৭টি রাজ্যকে
খ) দক্ষিণ ভারতের ৭টি রাজ্যকে
গ) উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যকে
ঘ) দক্ষিণ-পূর্ব ভারতের ৭টি রাজ্যকে
বিস্তারিত ব্যাখ্যা:
'সেভেন সিস্টার্স' বা 'সাত বোন' বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যকে বোঝানো হয়। এই রাজ্যগুলো হলো: অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। সিকিমকে পরে এর সাথে যুক্ত করে 'ভাই' বলা হয়।
Related Questions
ক) Pacific Ocean
খ) Atlantic Ocean
গ) Bay of Bengal
ঘ) Indian Ocean
Note : পোর্ট ব্লেয়ার আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত, যা বঙ্গোপসাগর (Bay of Bengal) এবং আন্দামান সাগরের সংযোগস্থলে রয়েছে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে বঙ্গোপসাগর সবচেয়ে সঠিক ভৌগোলিক অবস্থান নির্দেশ করে।
ক) পূর্ব আফ্রিকার একটি বন্দর
খ) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী
গ) অস্ট্রেলিয়ার একটি দ্বীপ
ঘ) পাপুয়া নিউগিনির একটি বন্দর
Note : পোর্ট ব্লেয়ার ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং পর্যটন কেন্দ্র। ব্রিটিশ আমলে এটি কুখ্যাত সেলুলার জেলের জন্য পরিচিত ছিল। তাই এটি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হিসেবেই সর্বাধিক বিখ্যাত।
ক) মালদ্বীপ
খ) ভারত
গ) শ্রীলংকা
ঘ) ইন্দোনেশিয়া
Note : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটি প্রায় ৫৭২টি দ্বীপের সমষ্টি এবং এর রাজধানী পোর্ট ব্লেয়ার। এটি ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় ১,২০০ কিলোমিটার দূরে অবস্থিত।
ক) মিয়ানমার
খ) ভারত
গ) আফগানিস্তান
ঘ) থাইল্যান্ড
Note : দেরাদুন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি মনোরম শহর এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও শিক্ষা কেন্দ্র। তাই দেরাদুন ভারতে অবস্থিত।
ক) Norway
খ) Australia
গ) Chile
ঘ) New Zealand
Note : পৃথিবীর সর্ব-দক্ষিণের শহরটি হলো চিলির পুয়ের্তো উইলিয়ামস (Puerto Williams)। এটি আর্জেন্টিনার উশুয়াইয়ার চেয়েও দক্ষিণে অবস্থিত এবং এটিকে পৃথিবীর দক্ষিণতম শহর হিসেবে গণ্য করা হয়। এটি টিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জে অবস্থিত।
ক) এশিয়া
খ) আফ্রিকা
গ) উত্তর আমেরিকা
ঘ) অস্ট্রেলিয়া
Note : ভৌগোলিকভাবে ইউরোপ মহাদেশের দক্ষিণে জিব্রাল্টার প্রণালী এবং ভূমধ্যসাগর অবস্থিত। এই ভূমধ্যসাগরের অপর পাশেই আফ্রিকা মহাদেশের অবস্থান। সুতরাং, ইউরোপের দক্ষিণে আফ্রিকা মহাদেশ অবস্থিত।
জব সলুশন