লেবাননের রাজধানীর নাম কী?

ক) বৈরুত
খ) রিয়াদ
গ) আম্মান
ঘ) কায়রো
বিস্তারিত ব্যাখ্যা:
লেবানন মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং এর রাজধানী হলো বৈরুত (Beirut)। রিয়াদ সৌদি আরবের, আম্মান জর্ডানের এবং কায়রো মিশরের রাজধানী।

Related Questions

ক) বিশকেক
খ) আলমা আতা
গ) আশাখাবাদ
ঘ) উলানবাটোর
Note : কিরগিজস্তানের রাজধানী হলো বিশকেক (Bishkek)। আলমা আতা কাজাখস্তানের প্রাক্তন রাজধানী, আশখাবাদ তুর্কমেনিস্তানের এবং উলানবাটোর মঙ্গোলিয়ার রাজধানী।
ক) সমরকন্দ
খ) বুখারা
গ) তাসখন্দ
ঘ) খার্তুম
Note : উজবেকিস্তানের রাজধানী হলো তাসখন্দ (Tashkent)। এটি মধ্য এশিয়ার অন্যতম বৃহত্তম শহর। সমরকন্দ এবং বুখারা উজবেকিস্তানের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ শহর, কিন্তু রাজধানী নয়। খার্তুম সুদানের রাজধানী।
ক) উজবেকিস্তান
খ) কিরগিজস্তান
গ) কাজাকিস্তান
ঘ) তাজিকিস্তান
Note : দুশানবে (Dushanbe) হলো মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র।
ক) Astana
খ) Dushanbe
গ) Bishkek
ঘ) Tashkent
Note : কাজাখস্তানের রাজধানী হলো আস্তানা (Astana)। ২০১৯ সালে এর নাম পরিবর্তন করে 'নুর-সুলতান' রাখা হয়েছিল, কিন্তু ২০২২ সালে পুনরায় 'আস্তানা' নামটি ফিরিয়ে আনা হয়। দুশানবে তাজিকিস্তানের, বিশকেক কিরগিজস্তানের এবং তাসখন্দ উজবেকিস্তানের রাজধানী।
ক) তাজিকিস্তান
খ) কাজাকিস্তান
গ) উজবেকিস্তান
ঘ) কিরগিজস্তান
Note : মধ্য এশিয়ার পাঁচটি দেশের ('স্তান' রাষ্ট্র) মধ্যে আয়তনের দিক থেকে বৃহত্তম হলো কাজাখস্তান। এর আয়তন প্রায় ২.৭ মিলিয়ন বর্গ কিলোমিটার, যা এটিকে বিশ্বের নবম বৃহত্তম দেশ বানিয়েছে।
ক) বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাংশে
খ) আরব সাগরের দক্ষিণ-পূর্বাংশে
গ) ভূ-মধ্যসাগরের উপকূলে
ঘ) পারস্য উপসাগরে
Note : লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং মালদ্বীপ একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। উভয়ই ভারতের দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে অবস্থিত। এদের ভৌগোলিক অবস্থান আরব সাগরের দক্ষিণ-পূর্ব অংশে।

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড - ফোরম্যান (কারিগরী) (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন