Which of the following islands is divided into Brunei, Indonesia and Malaysia?

ক) Sebatik Island
খ) Madura Island
গ) Island of Borneo
ঘ) Island of Siberut
বিস্তারিত ব্যাখ্যা:
বোর্নিও দ্বীপ (Island of Borneo) বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ এবং এটি রাজনৈতিকভাবে তিনটি দেশের মধ্যে বিভক্ত। এর উত্তরাংশ মালয়েশিয়া (সাবাহ ও সারাওয়াক) এবং ব্রুনাইয়ের মধ্যে বিভক্ত এবং দক্ষিণাংশ (কালিমানটান) ইন্দোনেশিয়ার অন্তর্গত।

Related Questions

ক) পাপুয়া নিউগিনি
খ) অস্ট্রেলিয়া
গ) ইন্দোনেশিয়া
ঘ) মালয়েশিয়া
Note : নিউ গিনি দ্বীপটি দুটি অংশে বিভক্ত। পূর্বাংশ হলো স্বাধীন দেশ পাপুয়া নিউ গিনি। পশ্চিমাংশ, যা পশ্চিম পাপুয়া নামে পরিচিত, সেটি ইন্দোনেশিয়ার দুটি প্রদেশ নিয়ে গঠিত। সুতরাং, পশ্চিম পাপুয়া ইন্দোনেশিয়ার একটি প্রদেশ।
ক) ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
খ) অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
গ) একটি স্বাধীন দেশ
ঘ) কোনইটি ঠিক নয়
Note : তিমুর দ্বীপটি দুটি অংশে বিভক্ত। পূর্ব অংশটি হলো স্বাধীন রাষ্ট্র 'পূর্ব তিমুর' (তিমুর-লেস্তে)। পশ্চিম অংশটি (পশ্চিম তিমুর) ইন্দোনেশিয়ার নুসা তেঙ্গারা তৈমুর প্রদেশের অংশ।
ক) ভারত
খ) ইন্দোনেশিয়া
গ) মালয়েশিয়া
ঘ) অস্ট্রেলিয়া
Note : বালি ইন্দোনেশিয়ার একটি বিখ্যাত দ্বীপ এবং প্রদেশ। এটি পর্যটনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি জাভা দ্বীপের পূর্বে এবং লোম্বক দ্বীপের পশ্চিমে অবস্থিত। এটি সম্পূর্ণরূপে ইন্দোনেশিয়ার অংশ।
ক) বঙ্গোপসাগরে
খ) আরব সাগরে
গ) ভারত মহাসাগরে
ঘ) প্রশান্ত মহাসাগরে
Note : সুমাত্রা দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত। এর উত্তর-পূর্বে মালক্কা প্রণালী এবং দক্ষিণে সুন্দা প্রণালী রয়েছে, যা দ্বীপটিকে জাভা দ্বীপ থেকে পৃথক করেছে। এর অবস্থান সম্পূর্ণরূপে ভারত মহাসাগরের জলসীমার মধ্যে।
ক) মালয়েশিয়া
খ) থাইল্যান্ড
গ) ফিলিপাইন
ঘ) ইন্দোনেশিয়া
Note : সুমাত্রা ইন্দোনেশিয়ার একটি বৃহৎ দ্বীপ এবং এটি দেশের পশ্চিমে অবস্থিত। এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ। এটি সম্পূর্ণরূপে ইন্দোনেশিয়ার ভূখণ্ডের অংশ।
ক) বৈরুত
খ) রিয়াদ
গ) আম্মান
ঘ) কায়রো
Note : লেবানন মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং এর রাজধানী হলো বৈরুত (Beirut)। রিয়াদ সৌদি আরবের, আম্মান জর্ডানের এবং কায়রো মিশরের রাজধানী।

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড - ফোরম্যান (কারিগরী) (28-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন