Which is the capital city of Pakistan?
ক) Islamabad
খ) Rawalpindi
গ) Lahore
ঘ) Karachi
বিস্তারিত ব্যাখ্যা:
পাকিস্তানের বর্তমান প্রশাসনিক রাজধানী হলো ইসলামাবাদ। করাচি পাকিস্তানের বৃহত্তম শহর এবং প্রাক্তন রাজধানী ছিল। ১৯৬০-এর দশকে পরিকল্পিতভাবে ইসলামাবাদ শহরটি তৈরি করে রাজধানী স্থানান্তর করা হয়।
Related Questions
ক) থিম্পু
খ) গ্যাংটক
গ) কাঠমান্ডু
ঘ) কলম্বো
Note : ভুটান দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ এবং এর রাজধানী হলো থিম্পু (Thimphu)। এটি দেশের বৃহত্তম শহর এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র। গ্যাংটক সিকিমের, কাঠমান্ডু নেপালের এবং কলম্বো শ্রীলঙ্কার রাজধানী।
ক) হ্যানয়
খ) কলম্বো
গ) রেঙ্গুন
ঘ) সায়গন
Note : শ্রীলঙ্কার দুটি রাজধানী রয়েছে। শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে হলো দেশটির আইন বিভাগীয় (legislative) রাজধানী এবং কলম্বো হলো বাণিজ্যিক ও নির্বাহী (executive and judicial) রাজধানী। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কলম্বোই সঠিক উত্তর।
ক) সিঙ্গাপুর
খ) ব্যাংকক
গ) সিউল
ঘ) সিঙ্গাপুর সিটি
Note : সিঙ্গাপুর একটি নগর-রাষ্ট্র (City-State), যার মানে এর শহর এবং রাষ্ট্র মূলত একই। তাই সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুরই। কখনও কখনও 'সিঙ্গাপুর সিটি' বলা হলেও, সাধারণভাবে শুধু 'সিঙ্গাপুর' বলাই প্রচলিত।
ক) বোর্নিও দ্বীপ
খ) মিন্দানাও দ্বীপ
গ) সেলিবিস দ্বীপ
ঘ) সুমাত্রা দ্বীপ
Note : ব্রুনাই দারুস-সালাম দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ছোট কিন্তু ধনী রাষ্ট্র। এটি বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। দেশটি মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশ দ্বারা প্রায় সম্পূর্ণরূপে পরিবেষ্টিত।
ক) Sebatik Island
খ) Madura Island
গ) Island of Borneo
ঘ) Island of Siberut
Note : বোর্নিও দ্বীপ (Island of Borneo) বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ এবং এটি রাজনৈতিকভাবে তিনটি দেশের মধ্যে বিভক্ত। এর উত্তরাংশ মালয়েশিয়া (সাবাহ ও সারাওয়াক) এবং ব্রুনাইয়ের মধ্যে বিভক্ত এবং দক্ষিণাংশ (কালিমানটান) ইন্দোনেশিয়ার অন্তর্গত।
ক) পাপুয়া নিউগিনি
খ) অস্ট্রেলিয়া
গ) ইন্দোনেশিয়া
ঘ) মালয়েশিয়া
Note : নিউ গিনি দ্বীপটি দুটি অংশে বিভক্ত। পূর্বাংশ হলো স্বাধীন দেশ পাপুয়া নিউ গিনি। পশ্চিমাংশ, যা পশ্চিম পাপুয়া নামে পরিচিত, সেটি ইন্দোনেশিয়ার দুটি প্রদেশ নিয়ে গঠিত। সুতরাং, পশ্চিম পাপুয়া ইন্দোনেশিয়ার একটি প্রদেশ।
জব সলুশন