কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয়?

ক) ঢাকা
খ) ব্যাংকক
গ) কাঠমান্ডু
ঘ) থিম্পু
বিস্তারিত ব্যাখ্যা:
সার্ক (SAARC) দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। ঢাকা (বাংলাদেশ), কাঠমান্ডু (নেপাল) এবং থিম্পু (ভুটান) সার্কভুক্ত দেশের রাজধানী। ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী, যা সার্কের সদস্য নয়।

Related Questions

ক) ইসলামাবাদ
খ) কাবুল
গ) তেহরান
ঘ) কান্দাহার
Note : আফগানিস্তানের রাজধানী হলো কাবুল। এটি দেশের বৃহত্তম শহর এবং এর রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। কান্দাহার আফগানিস্তানের একটি প্রধান শহর, ইসলামাবাদ পাকিস্তানের এবং তেহরান ইরানের রাজধানী।
ক) Islamabad
খ) Rawalpindi
গ) Lahore
ঘ) Karachi
Note : পাকিস্তানের বর্তমান প্রশাসনিক রাজধানী হলো ইসলামাবাদ। করাচি পাকিস্তানের বৃহত্তম শহর এবং প্রাক্তন রাজধানী ছিল। ১৯৬০-এর দশকে পরিকল্পিতভাবে ইসলামাবাদ শহরটি তৈরি করে রাজধানী স্থানান্তর করা হয়।
ক) থিম্পু
খ) গ্যাংটক
গ) কাঠমান্ডু
ঘ) কলম্বো
Note : ভুটান দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ এবং এর রাজধানী হলো থিম্পু (Thimphu)। এটি দেশের বৃহত্তম শহর এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র। গ্যাংটক সিকিমের, কাঠমান্ডু নেপালের এবং কলম্বো শ্রীলঙ্কার রাজধানী।
ক) হ্যানয়
খ) কলম্বো
গ) রেঙ্গুন
ঘ) সায়গন
Note : শ্রীলঙ্কার দুটি রাজধানী রয়েছে। শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে হলো দেশটির আইন বিভাগীয় (legislative) রাজধানী এবং কলম্বো হলো বাণিজ্যিক ও নির্বাহী (executive and judicial) রাজধানী। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কলম্বোই সঠিক উত্তর।
ক) সিঙ্গাপুর
খ) ব্যাংকক
গ) সিউল
ঘ) সিঙ্গাপুর সিটি
Note : সিঙ্গাপুর একটি নগর-রাষ্ট্র (City-State), যার মানে এর শহর এবং রাষ্ট্র মূলত একই। তাই সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুরই। কখনও কখনও 'সিঙ্গাপুর সিটি' বলা হলেও, সাধারণভাবে শুধু 'সিঙ্গাপুর' বলাই প্রচলিত।
ক) বোর্নিও দ্বীপ
খ) মিন্দানাও দ্বীপ
গ) সেলিবিস দ্বীপ
ঘ) সুমাত্রা দ্বীপ
Note : ব্রুনাই দারুস-সালাম দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ছোট কিন্তু ধনী রাষ্ট্র। এটি বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। দেশটি মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশ দ্বারা প্রায় সম্পূর্ণরূপে পরিবেষ্টিত।

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড - ফোরম্যান (কারিগরী) (28-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন