Port of Spain is a city in-

ক) Spain
খ) Trinidad and Tobago
গ) Italy
ঘ) Barbados
বিস্তারিত ব্যাখ্যা:
পোর্ট অব স্পেন হলো ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী। নামটি 'স্পেন' দেশের মতো শোনালেও এটি স্পেনে অবস্থিত নয়।

Related Questions

ক) কেপটাউন
খ) পোর্ট অ প্রিন্স
গ) পোর্ট অব স্পেন
ঘ) হারারে
Note : হাইতি ক্যারিবীয় অঞ্চলের একটি দেশ এবং এর রাজধানীর নাম পোর্ট-অ-প্রিন্স (Port-au-Prince)। কেপটাউন দক্ষিণ আফ্রিকার, পোর্ট অব স্পেন ত্রিনিদাদ ও টোবাগোর এবং হারারে জিম্বাবুয়ের রাজধানী।
ক) পেরু ও চিলি
খ) কলম্বিয়া ও ব্রাজিল
গ) মাল্টা ও গ্রিস
ঘ) হাইতি ও কিউবা
Note : হাইতি ও কিউবা উভয়ই ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র। অন্য অপশনগুলোর দেশগুলো ভিন্ন ভিন্ন মহাদেশে (দক্ষিণ আমেরিকা ও ইউরোপ) অবস্থিত।
ক) ক্যারিবিয়ান সাগর
খ) ভারত মহাসাগর
গ) ভূমধ্যসাগর
ঘ) আরব সাগর
Note : পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ (West Indies) মূলত ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত। এই অঞ্চলের প্রাণকেন্দ্র হলো ক্যারিবিয়ান সাগর, যা দ্বীপগুলোকে ঘিরে রেখেছে।
ক) অস্ট্রেলিয়া
খ) গ্রিনল্যান্ড
গ) নিউজিল্যান্ড
ঘ) সুমাত্রা
Note : গ্রিনল্যান্ড হলো বিশ্বের বৃহত্তম দ্বীপ। অস্ট্রেলিয়াকে দ্বীপ হিসেবে গণ্য করা হয় না, কারণ এটি একটি মহাদেশীয় ভূখণ্ড (continental landmass)। নিউজিল্যান্ড ও সুমাত্রা বড় দ্বীপ হলেও গ্রিনল্যান্ডের চেয়ে অনেক ছোট।
ক) প্রশান্ত মহাসাগরে
খ) আটলান্টিক মহাসাগরে
গ) এন্টাটিকা মহাসাগরে
ঘ) আর্কটিক মহাসাগরে
Note : গ্রিনল্যান্ড দ্বীপটি মূলত উত্তর আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক মহাসাগরের (সুমেরু মহাসাগর) মধ্যে অবস্থিত। এর দক্ষিণ, পূর্ব ও পশ্চিম উপকূল আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত। তাই আটলান্টিক মহাসাগর একটি সঠিক উত্তর।
ক) ফিনল্যান্ড
খ) গ্রিনল্যান্ড
গ) নেদারল্যান্ড
ঘ) সেকল্যান্ড
Note : গ্রিনল্যান্ডের ৮০%-এর বেশি অংশ বরফের বিশাল আস্তরণে (ice sheet) ঢাকা, যা বছরজুড়ে বিদ্যমান থাকে। এর কারণ হলো এর অবস্থান আর্কটিক বা সুমেরু অঞ্চলে, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। অন্য দেশগুলোতে এমন পরিস্থিতি নেই।

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড - ফোরম্যান (কারিগরী) (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন