নিকারাগুয়া কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত?
ক) দক্ষিণ আমেরিকা
খ) উত্তর আমেরিকা
গ) মধ্য আমেরিকা
ঘ) মধ্য আফ্রিকা
বিস্তারিত ব্যাখ্যা:
নিকারাগুয়া মধ্য আমেরিকা (Central America) অঞ্চলে অবস্থিত, যা উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগকারী একটি যোজক। মহাদেশ হিসেবে এটি উত্তর আমেরিকার অংশ, তবে 'মধ্য আমেরিকা' হলো এর সুনির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল।
Related Questions
ক) লাপাজ
খ) তেগুচী গালপা
গ) লীমা
ঘ) কারাকাস
Note : হুন্ডুরাস মধ্য আমেরিকার একটি দেশ এবং এর রাজধানী হলো তেগুসিগালপা (Tegucigalpa)। লাপাজ বলিভিয়ার, লিমা পেরুর এবং কারাকাস ভেনিজুয়েলার রাজধানী।
ক) Venezuela
খ) Mexico
গ) Peru
ঘ) Belize
Note : বেলিজ (Belize) মধ্য আমেরিকায় অবস্থিত। ভেনেজুয়েলা ও পেরু দক্ষিণ আমেরিকার দেশ। মেক্সিকো উত্তর আমেরিকার দেশ, যদিও এর কিছু অংশকে সাংস্কৃতিকভাবে মধ্য আমেরিকার সাথে যুক্ত করা হয়।
ক) প্রশান্ত মহাসাগর
খ) আটলান্টিক মহাসাগর
গ) ভারত মহাসাগর
ঘ) কোনটিই নয়
Note : কানাডার পশ্চিম সীমান্তে প্রশান্ত মহাসাগর (Pacific Ocean) অবস্থিত। এর পূর্বে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর অবস্থিত।
ক) ম্যানিটোবা
খ) ক্যালগ্যারি
গ) টরেন্টো
ঘ) অটোয়া
Note : কানাডার রাজধানী হলো অটোয়া (Ottawa)। টরন্টো কানাডার বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র, কিন্তু এটি রাজধানী নয়। ক্যালগ্যারি একটি প্রধান শহর এবং ম্যানিটোবা একটি প্রদেশ।
ক) বাসেটেরে
খ) ব্রিজটাউন
গ) নাসাউ
ঘ) বেলসোপান
Note : বার্বাডোস ক্যারিবীয় অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র এবং এর রাজধানী হলো ব্রিজটাউন (Bridgetown)। বাসেটেরে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের এবং নাসাউ বাহামার রাজধানী।
ক) নিকোবর দ্বীপপুঞ্জ
খ) মাদাগাস্কার দ্বীপপুঞ্জ
গ) বাহামা দ্বীপপুঞ্জ
ঘ) ফিজি দ্বীপপুঞ্জ
Note : নাসাউ হলো আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ রাষ্ট্র বাহামার (The Bahamas) রাজধানী ও বৃহত্তম শহর।
জব সলুশন