Which is not a water locked country?/ কোনটি দ্বীপরাষ্ট্র নয়?

ক) Australia
খ) Sri Lanka
গ) Norway
ঘ) Maldives
বিস্তারিত ব্যাখ্যা:
দ্বীপরাষ্ট্র হলো এমন দেশ যা সম্পূর্ণভাবে জল দ্বারা পরিবেষ্টিত। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও মালদ্বীপ দ্বীপরাষ্ট্র। নরওয়ে ইউরোপের মূল ভূখণ্ডের একটি দেশ যার দীর্ঘ উপকূলরেখা থাকলেও এটি দ্বীপ নয়।

Related Questions

ক) সুইডেন
খ) নরওয়ে
গ) ফিনল্যান্ড
ঘ) পোল্যান্ড
Note : হেলসিংকি ফিনল্যান্ডের রাজধানী। সুইডেনের রাজধানী স্টকহোম, নরওয়ের অসলো এবং পোল্যান্ডের ওয়ারশ।
ক) Norway
খ) Sweden
গ) Netherland
ঘ) Denmark
Note : নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক হলো স্ক্যান্ডিনেভিয়ার মূল তিনটি দেশ। নেদারল্যান্ডস পশ্চিম ইউরোপের একটি দেশ এবং এটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত নয়, তাই এটিই সঠিক উত্তর।
ক) যুক্তরাজ্য
খ) তুরস্ক
গ) ইতালি
ঘ) ডেনমার্ক
Note : ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিনেভিয়া বলতে মূলত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনকে বোঝানো হয়। প্রদত্ত অপশনগুলোর মধ্যে ডেনমার্কই একমাত্র স্ক্যান্ডিনেভিয়ান দেশ।
ক) নরওয়ে ও সুইডেন
খ) নরওয়ে ও যুক্তরাজ্য
গ) সুইডেন ও যুক্তরাজ্য
ঘ) নরওয়ে ও জার্মানি
Note : ভৌগোলিক অঞ্চল 'স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ' গঠনকারী দেশগুলো সম্পর্কে। এই উপদ্বীপটি মূলত নরওয়ে এবং সুইডেন নিয়ে গঠিত। ফিনল্যান্ড এই উপদ্বীপের পূর্বে অবস্থিত কিন্তু এর অংশ হিসেবে বিবেচিত হয় না।
ক) Finland, Denmark, Iceland, Sweden & Norway
খ) England, France & Germany
গ) Australia & New Zealand
ঘ) USA & Canada
Note : ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়েকে সম্মিলিতভাবে স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক অঞ্চলের দেশ বলা হয়। অন্য অপশনগুলোর দেশগুলো ভিন্ন ভিন্ন মহাদেশ বা অঞ্চলের অন্তর্গত।
ক) Afghanistan
খ) Lesotho
গ) Jamaica
ঘ) Mongolia
Note : জ্যামাইকা (Jamaica) ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপরাষ্ট্র, তাই এটি সম্পূর্ণরূপে জল দ্বারা বেষ্টিত এবং স্থলবেষ্টিত নয়। আফগানিস্তান, লেসোথো এবং মঙ্গোলিয়া—এই তিনটি দেশই স্থলবেষ্টিত।

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড - ফোরম্যান (কারিগরী) (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন