নিচের কোনটি একটি ছিদ্রায়িত রাষ্ট্র?

ক) অস্ট্রেলিয়া
খ) ইংল্যান্ড
গ) ইতালি
ঘ) জাপান
বিস্তারিত ব্যাখ্যা:
'ছিদ্রায়িত রাষ্ট্র' (Perforated State) হলো এমন একটি দেশ যা অন্য একটি দেশকে সম্পূর্ণরূপে পরিবেষ্টন করে রাখে। ইতালি দুটি স্বাধীন রাষ্ট্র—ভ্যাটিকান সিটি এবং সান মারিনো—দ্বারা 'ছিদ্রায়িত'। তাই ইতালি একটি ছিদ্রায়িত রাষ্ট্র।

Related Questions

ক) পর্তুগাল
খ) ইতালি
গ) গ্রিস
ঘ) হাঙ্গেরি
Note : ইতালি দেশটি তার স্বতন্ত্র 'বুট' বা 'লং শু' (long shoe) আকৃতির জন্য বিখ্যাত, যা মানচিত্রে সহজেই চেনা যায়। এই আকৃতির কারণেই এই তুলনাটি করা হয়।
ক) গ্রিস
খ) ইতালি
গ) সাইপ্রাস
ঘ) পর্তুগাল
Note : ইতালি একটি দীর্ঘ উপদ্বীপ যা ভূমধ্যসাগরের গভীরে প্রসারিত এবং এটিকে 'ইতালীয় উপদ্বীপ' বলা হয়। গ্রিস বলকান উপদ্বীপের অংশ এবং সাইপ্রাস একটি দ্বীপ। পর্তুগাল আটলান্টিক উপকূলে অবস্থিত।
ক) কসোফিয়া
খ) হেলসিংকি
গ) বেলগ্রেড
ঘ) মাদ্রিদ
Note : স্পেনের রাজধানী হলো মাদ্রিদ। সোফিয়া বুলগেরিয়ার, হেলসিংকি ফিনল্যান্ডের এবং বেলগ্রেড সার্বিয়ার রাজধানী।
ক) 10
খ) 15
গ) 25
ঘ) 26
Note : সুইজারল্যান্ড একটি ফেডারেল রাষ্ট্র যা ২৬টি ক্যান্টন (Canton) বা প্রদেশ নিয়ে গঠিত। এই ক্যান্টনগুলো ব্যাপক স্বায়ত্তশাসন ভোগ করে।
ক) স্টকহোম
খ) বার্ন
গ) অসলো
ঘ) জেনেভো
Note : সুইজারল্যান্ডের ডি ফ্যাক্টো বা প্রশাসনিক রাজধানী হলো বার্ন। জেনেভা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শহর হলেও এটি রাজধানী নয়। স্টকহোম ও অসলো যথাক্রমে সুইডেন ও নরওয়ের রাজধানী।
ক) Sweden
খ) Poland
গ) Finland
ঘ) Norway
Note : ওয়ারশ (Warsaw) হলো পোল্যান্ডের রাজধানী। সুইডেনের রাজধানী স্টকহোম, ফিনল্যান্ডের হেলসিংকি এবং নরওয়ের অসলো।

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন