ককেশাস অঞ্চলটি কোথায় অবস্থিত?
ক) এশিয়া মহাদেশ
খ) আফ্রিকা মহাদেশ
গ) পশ্চিম ইউরোপে
ঘ) পূর্ব ইউরোপে
বিস্তারিত ব্যাখ্যা:
ককেশাস অঞ্চলটি কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত, যা পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সংযোগস্থলে রয়েছে। ভূ-রাজনৈতিকভাবে একে প্রায়শই পূর্ব ইউরোপের অংশ হিসেবে গণ্য করা হয়।
Related Questions
ক) কিয়েভ
খ) তিবলিসি
গ) বাকু
ঘ) তাসখন্দ
Note : আজারবাইজানের রাজধানী হলো বাকু, যা কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত। কিয়েভ ইউক্রেনের, তিবলিসি জর্জিয়ার এবং তাসখন্দ উজবেকিস্তানের রাজধানী।
ক) বৈরুত
খ) সিডনি
গ) মস্কো
ঘ) ভিয়েনা
Note : অস্ট্রিয়ার রাজধানী হলো ভিয়েনা, যা তার সঙ্গীত ও সংস্কৃতির জন্য বিশ্ববিখ্যাত। বৈরুত লেবাননের, সিডনি অস্ট্রেলিয়ার এবং মস্কো রাশিয়ার রাজধানী।
ক) বুদাপেস্ট
খ) প্রাগ
গ) এথেন্স
ঘ) তিরানা
Note : বলকান রাষ্ট্র আলবেনিয়ার রাজধানী হলো তিরানা। বুদাপেস্ট হাঙ্গেরির, প্রাগ চেক প্রজাতন্ত্রের এবং এথেন্স গ্রিসের রাজধানী।
ক) বুদাপেস্ট
খ) বেলগ্রেড
গ) সমরখন্দ
ঘ) বুখারেস্ট
Note : রুমানিয়ার রাজধানী হলো বুখারেস্ট। বুদাপেস্ট হাঙ্গেরির, বেলগ্রেড সার্বিয়ার এবং সমরখন্দ উজবেকিস্তানের একটি ঐতিহাসিক শহর।
ক) প্রিস্টিনা
খ) তিরানা
গ) বুদাপেস্ট
ঘ) নিকোশিয়া
Note : কসোভোর রাজধানী হলো প্রিস্টিনা। তিরানা আলবেনিয়ার, বুদাপেস্ট হাঙ্গেরির এবং নিকোশিয়া সাইপ্রাসের রাজধানী।
ক) পূর্ব ইউরোপ
খ) দক্ষিণ-পশ্চিম ইউরোপ
গ) দক্ষিণ-পূর্ব ইউরোপ
ঘ) দক্ষিণ ইউরোপ
Note : কসোভো বলকান অঞ্চলের একটি রাষ্ট্র, যা ভৌগোলিকভাবে দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত। এর স্বাধীনতা নিয়ে বিতর্ক থাকলেও ভৌগোলিক অবস্থানটি সুস্পষ্ট।
জব সলুশন