নিচের কোন দেশে সমুদ্রবন্দর নেই?
ক) আলজেরিয়া
খ) বেলজিয়াম
গ) সুইজারল্যান্ড
ঘ) মিশর
বিস্তারিত ব্যাখ্যা:
সুইজারল্যান্ড আল্পস পর্বতমালা দ্বারা বেষ্টিত মধ্য ইউরোপের একটি দেশ, যার কোনো সমুদ্র উপকূলরেখা নেই, অর্থাৎ এটি স্থলবেষ্টিত। অন্য তিনটি দেশেরই সমুদ্রবন্দর রয়েছে।
Related Questions
ক) Asmara
খ) Sofia
গ) Beirut
ঘ) Quito
Note : সোফিয়া (Sofia) হলো বুলগেরিয়ার রাজধানী, যা একটি ইউরোপীয় দেশ। আসমারা ইরিত্রিয়ার, বৈরুত লেবাননের এবং কুইটো ইকুয়েডরের রাজধানী।
ক) এশিয়া মহাদেশ
খ) আফ্রিকা মহাদেশ
গ) পশ্চিম ইউরোপে
ঘ) পূর্ব ইউরোপে
Note : ককেশাস অঞ্চলটি কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত, যা পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সংযোগস্থলে রয়েছে। ভূ-রাজনৈতিকভাবে একে প্রায়শই পূর্ব ইউরোপের অংশ হিসেবে গণ্য করা হয়।
ক) কিয়েভ
খ) তিবলিসি
গ) বাকু
ঘ) তাসখন্দ
Note : আজারবাইজানের রাজধানী হলো বাকু, যা কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত। কিয়েভ ইউক্রেনের, তিবলিসি জর্জিয়ার এবং তাসখন্দ উজবেকিস্তানের রাজধানী।
ক) বৈরুত
খ) সিডনি
গ) মস্কো
ঘ) ভিয়েনা
Note : অস্ট্রিয়ার রাজধানী হলো ভিয়েনা, যা তার সঙ্গীত ও সংস্কৃতির জন্য বিশ্ববিখ্যাত। বৈরুত লেবাননের, সিডনি অস্ট্রেলিয়ার এবং মস্কো রাশিয়ার রাজধানী।
ক) বুদাপেস্ট
খ) প্রাগ
গ) এথেন্স
ঘ) তিরানা
Note : বলকান রাষ্ট্র আলবেনিয়ার রাজধানী হলো তিরানা। বুদাপেস্ট হাঙ্গেরির, প্রাগ চেক প্রজাতন্ত্রের এবং এথেন্স গ্রিসের রাজধানী।
ক) বুদাপেস্ট
খ) বেলগ্রেড
গ) সমরখন্দ
ঘ) বুখারেস্ট
Note : রুমানিয়ার রাজধানী হলো বুখারেস্ট। বুদাপেস্ট হাঙ্গেরির, বেলগ্রেড সার্বিয়ার এবং সমরখন্দ উজবেকিস্তানের একটি ঐতিহাসিক শহর।
জব সলুশন