কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত?
ক) 20
খ) 19
গ) 18
ঘ) 17
বিস্তারিত ব্যাখ্যা:
মধ্যপ্রাচ্যের দেশের সংখ্যা নিয়ে কিছুটা ভিন্নমত থাকলেও সাধারণত ১৮টি দেশকে এর অন্তর্ভুক্ত করা হয়। দেশগুলো হলো- বাহরাইন কাতার কুয়েত ইরাক ইরান ইসরায়েল জর্ডান লেবানন ওমান ফিলিস্তিন সৌদি আরব সিরিয়া সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন তুরস্ক মিশর ও সাইপ্রাস
Related Questions
ক) এশিয়া
খ) ইউরোপ
গ) উত্তর আমেরিকা
ঘ) অস্ট্রেলিয়া
Note : গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের অংশ। তবে রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যা ইউরোপের অন্তর্ভুক্ত। প্রশ্নটি ভৌগোলিক অবস্থান সম্পর্কে হওয়ায় উত্তর আমেরিকা সঠিক
ক) আরব সাগর
খ) বাল্টিক সাগর
গ) লোহিত সাগর
ঘ) একটাও না
Note : ভৌগোলিকভাবে মিশর আফ্রিকা মহাদেশে এবং সৌদি আরব এশিয়া মহাদেশে অবস্থিত। এই দুটি দেশকে পৃথক করেছে লোহিত সাগর (Red Sea)।
ক) প্যান থালাস
খ) প্যানজিয়া
গ) ইউরোশিয়া
ঘ) ইউরো-আম্রিকা
Note : ভূতাত্ত্বিক তত্ত্ব অনুসারে পৃথিবীর সকল মহাদেশ অতীতে একত্রে একটি বিশাল ভূখণ্ড বা মহামহাদেশ হিসেবে ছিল যার নাম ছিল প্যানজিয়া। প্যান থালাস ছিল প্যানজিয়াকে ঘিরে থাকা মহাসাগর এবং ইউরেশিয়া হলো বর্তমান ইউরোপ ও এশিয়ার সম্মিলিত ভূখণ্ড। তাই প্যানজিয়া সঠিক উত্তর
ক) Bangladesh
খ) Serbia
গ) Mongolia
ঘ) Lesotho
Note : সম্পূর্ণরূপে অন্য একটি দেশের ভূখণ্ড দ্বারা বেষ্টিত দেশকে ছিটমহল বা এনক্লেভড (enclaved) রাষ্ট্র বলে। লেসোথো (Lesotho) সম্পূর্ণরূপে দক্ষিণ আফ্রিকা দ্বারা পরিবেষ্টিত একটি স্বাধীন রাষ্ট্র।
ক) মরক্কো
খ) লিবিয়া
গ) তিউনিসিয়া
ঘ) ইয়েমেন
Note : মরক্কো, লিবিয়া এবং তিউনিসিয়া উত্তর আফ্রিকার দেশ। অন্যদিকে, ইয়েমেন আরব উপদ্বীপে অবস্থিত এবং এটি এশিয়া মহাদেশের অংশ।
ক) অটোয়া
খ) মনরোভিয়া
গ) লাইবেরিয়া সিটি
ঘ) মরোনি
Note : লাইবেরিয়ার রাজধানী হলো মনরোভিয়া (Monrovia)। শহরটির নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরোর নামানুসারে।
জব সলুশন