তেনজিন গিয়াতসো কোন নামে অধিক পরিচিত?
ক) শেরপা তেনজিং
খ) অশো
গ) পঞ্চেন লামা
ঘ) দালাইলামা
বিস্তারিত ব্যাখ্যা:
তেনজিন গিয়াতসো হলেন চতুর্দশ দালাইলামা এবং তিব্বতের আধ্যাত্মিক নেতা। তিনি বিশ্বজুড়ে দালাইলামা নামেই সর্বাধিক পরিচিত। শেরপা তেনজিং একজন পর্বতারোহী
Related Questions
ক) বক্সারের
খ) আফিম যুদ্ধ
গ) তরাইনের যুদ্ধ
ঘ) কমলা বিপ্লব
Note : প্রথম আফিম যুদ্ধে (১৮৩৯-৪২) চীন ব্রিটেনের কাছে পরাজিত হয়। যুদ্ধের পর ১৮৪২ সালে স্বাক্ষরিত নানকিং চুক্তির মাধ্যমে হংকং দ্বীপটি ব্রিটেনের শাসনাধীন হয়
ক) চীন
খ) কিউবা
গ) রাশিয়া
ঘ) চিলি
Note : সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution) ১৯৬৬ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত চীনে মাও সে তুং-এর নেতৃত্বে সংগঠিত একটি সামাজিক-রাজনৈতিক আন্দোলন ছিল। এর উদ্দেশ্য ছিল সমাজ থেকে পুঁজিবাদী ও ঐতিহ্যবাহী উপাদান নির্মূল করে সাম্যবাদ প্রতিষ্ঠা করা
ক) 20
খ) 19
গ) 18
ঘ) 17
Note : মধ্যপ্রাচ্যের দেশের সংখ্যা নিয়ে কিছুটা ভিন্নমত থাকলেও সাধারণত ১৮টি দেশকে এর অন্তর্ভুক্ত করা হয়। দেশগুলো হলো- বাহরাইন কাতার কুয়েত ইরাক ইরান ইসরায়েল জর্ডান লেবানন ওমান ফিলিস্তিন সৌদি আরব সিরিয়া সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন তুরস্ক মিশর ও সাইপ্রাস
ক) এশিয়া
খ) ইউরোপ
গ) উত্তর আমেরিকা
ঘ) অস্ট্রেলিয়া
Note : গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের অংশ। তবে রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যা ইউরোপের অন্তর্ভুক্ত। প্রশ্নটি ভৌগোলিক অবস্থান সম্পর্কে হওয়ায় উত্তর আমেরিকা সঠিক
ক) আরব সাগর
খ) বাল্টিক সাগর
গ) লোহিত সাগর
ঘ) একটাও না
Note : ভৌগোলিকভাবে মিশর আফ্রিকা মহাদেশে এবং সৌদি আরব এশিয়া মহাদেশে অবস্থিত। এই দুটি দেশকে পৃথক করেছে লোহিত সাগর (Red Sea)।
ক) প্যান থালাস
খ) প্যানজিয়া
গ) ইউরোশিয়া
ঘ) ইউরো-আম্রিকা
Note : ভূতাত্ত্বিক তত্ত্ব অনুসারে পৃথিবীর সকল মহাদেশ অতীতে একত্রে একটি বিশাল ভূখণ্ড বা মহামহাদেশ হিসেবে ছিল যার নাম ছিল প্যানজিয়া। প্যান থালাস ছিল প্যানজিয়াকে ঘিরে থাকা মহাসাগর এবং ইউরেশিয়া হলো বর্তমান ইউরোপ ও এশিয়ার সম্মিলিত ভূখণ্ড। তাই প্যানজিয়া সঠিক উত্তর
জব সলুশন