নিচের কোন রাষ্ট্রপ্রধান ৪২ বছর দেশ পরিচালনা করেছেন?

ক) নেলসন ম্যান্ডেলা
খ) মোয়াম্মার গাদ্দাফি
গ) সাদ্দাম হোসেন
ঘ) আব্রাহাম লিংকন
বিস্তারিত ব্যাখ্যা:
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ১৯৬৯ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং ২০১১ সালে গণঅভ্যুত্থানে নিহত হওয়ার আগ পর্যন্ত প্রায় ৪২ বছর দেশটি শাসন করেন

Related Questions

ক) সিউল
খ) আস্মান
গ) কায়রো
ঘ) তেহরান
Note : তাহরির স্কোয়ার (Tahrir Square) বা 'মুক্তি চত্বর' মিশরের রাজধানী কায়রোর একটি ঐতিহাসিক চত্বর। ২০১১ সালের আরব বসন্তের সময় মিশরীয় বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল এই স্থান
ক) মিশর
খ) তিউনিসিয়া
গ) কাতার
ঘ) লিবিয়া
Note : ২০১০ সালের ডিসেম্বরে তিউনিসিয়ায় একজন ফল বিক্রেতার আত্মাহুতির মাধ্যমে যে গণআন্দোলন শুরু হয় তা পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ঘটনা 'আরব বসন্ত' নামে পরিচিত। তাই তিউনিসিয়াকে এর সূতিকাগার বলা হয়
ক) জেনেভা চুক্তি
খ) প্যারিস চুক্তি
গ) ক্যাম্প ডেভিড চুক্তি
ঘ) তাসকন্ড চুক্তি
Note : ১৯৭৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের মধ্যে এই ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এটিই ক্যাম্প ডেভিড চুক্তি নামে পরিচিত
ক) ইন্ধিরা গান্ধী
খ) খালেদা জিয়া
গ) অং সান সূচি
ঘ) মার্গারেট থ্যাচার
Note : যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে তাঁর কঠোর ও আপোসহীন নেতৃত্বের জন্য 'লৌহ মানবী' বা 'Iron Lady' বলা হতো। ইন্দিরা গান্ধীকেও কখনো কখনো এই উপাধি দেওয়া হলেও মার্গারেট থ্যাচারই বিশ্বজুড়ে বেশি পরিচিত
ক) ইউরো টানেল
খ) আর্ল বার্গ
গ) রস্কো
ঘ) আলমা ডি টানেল
Note : ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্রিন্সেস ডায়ানা ফ্রান্সের প্যারিসে অবস্থিত পন্ত দে ল'আলমা (Pont de l'Alma) টানেলে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। তাই সঠিক উত্তর আলমা ডি টানেল
ক) রানি ভিক্টোরিয়া
খ) রাণী দ্বিতীয় এলিজাবেথ
গ) রাণী এলিজাবেথ
ঘ) রাজা প্রথম জর্জ
Note : রাণী দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছরেরও বেশি সময় ধরে (১৯৫২-২০২২) ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন যা ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম। তিনি রাণী ভিক্টোরিয়ার ৬৩ বছরের শাসনকালকে অতিক্রম করেন

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন