Who is the author of "My Life"?
ক) Mahatma Gandhi
খ) Hilari Clinton
গ) Bill Clinton
ঘ) Abraham Linckon
বিস্তারিত ব্যাখ্যা:
'My Life' হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আত্মজীবনী যা ২০০৪ সালে প্রকাশিত হয়। হিলারি ক্লিনটনের আত্মজীবনীর নাম 'Living History'
Related Questions
ক) হ্যারি এস ট্রুম্যান
খ) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
গ) জেমস মেডিসন
ঘ) আব্রাহাম লিংকন
Note : ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট (FDR) মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করেন। তিনি মোট চারবার নির্বাচিত হন এবং ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত প্রায় ১২ বছর ক্ষমতায় ছিলেন
ক) ম্যাকনামারা লাইন
খ) ডুরান্ড লাইন
গ) হিন্ডারবার্গ লাইন
ঘ) সনোরা লাইন
Note : সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে একটি অনানুষ্ঠানিক কিন্তু স্বীকৃত সীমান্ত রেখা যা সনোরা মরুভূমি অঞ্চলের মধ্য দিয়ে গেছে। এটি মূলত অবৈধ অভিবাসন ও চোরাচালান রুটের কারণে পরিচিত। অন্য লাইনগুলো ভিন্ন ভিন্ন দেশের সীমান্ত
ক) লুসিইয়ানা
খ) ফ্লোরিডা
গ) কেপটাউন
ঘ) নিউইয়র্ক
Note : ১৮০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে বিশাল লুইজিয়ানা অঞ্চলটি কিনে নেয় যা 'লুইজিয়ানা পারচেজ' নামে পরিচিত। এই ক্রয়ের ফলে যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় দ্বিগুণ হয়ে যায়
ক) নেলসন ম্যান্ডেলা
খ) চে গুয়েভারা
গ) ফিদেল ক্যাস্ট্রো
ঘ) লেনিন
Note : 'The Motorcycle Diaries' হলো আর্জেন্টাইন বিপ্লবী নেতা চে গুয়েভারার যৌবনকালের দিনলিপির ওপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্র। এটি তাঁর লাতিন আমেরিকা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে
ক) কোস্টারিকা
খ) গুয়েতমালা
গ) পানামা
ঘ) কিউবা
Note : কোস্টারিকা গুয়াতেমালা এবং পানামা মধ্য আমেরিকার দেশ। কিউবা ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপরাষ্ট্র যা ভৌগোলিকভাবে মধ্য আমেরিকার অংশ হিসেবে গণ্য করা হয় না
ক) সেন্ট লুসিয়া
খ) পশ্চিম সামোয়া
গ) লিথুয়ানিয়া
ঘ) নিকারাগুয়া
Note : সেন্ট লুসিয়া ক্যারিবিয়ান সাগরে অবস্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। পশ্চিম সামোয়া ওশেনিয়ায় লিথুয়ানিয়া ইউরোপে এবং নিকারাগুয়া মধ্য আমেরিকায় অবস্থিত
জব সলুশন