'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
ক) শশাঙ্কদেবের
খ) লক্ষ্মণ সেনের
গ) যশোবর্মনের
ঘ) হর্ষবর্ধনের
বিস্তারিত ব্যাখ্যা:
গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা কবি জয়দেব ছিলেন সেন বংশের রাজা লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম। তাঁর কাব্যটি রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক।
Related Questions
ক) প্রবোধচন্দ্র বাগচী
খ) যতীন্দ্রমোহন বাগচী
গ) প্রফুল্ল মোহন বাগচী
ঘ) প্রণয়ভূষণ বাগচী
Note : ড. প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার ও প্রকাশ করেন। এটি চর্যাপদের পাঠোদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক) পদ
খ) পদমর্যাদা
গ) মাত্রা
ঘ) উচ্চতা
Note : ইংরেজি 'Rank' শব্দের উপযুক্ত বাংলা পরিভাষা হলো 'পদমর্যাদা' যা কোনো ব্যক্তির বা বস্তুর অবস্থান বা গুরুত্ব নির্দেশ করে। 'পদ' এর ইংরেজি 'post' এবং 'মাত্রা'র ইংরেজি 'dimension'।
ক) কুটিল
খ) জটিল
গ) গরল
ঘ) বক্র
Note : বাংলা শব্দভাণ্ডারের বিপরীতার্থক শব্দ বিষয়ক। 'সরল' শব্দের বিপরীত শব্দ হতে পারে 'কুটিল' 'জটিল' বা 'বক্র'। কিন্তু 'গরল' শব্দের অর্থ বিষ যার বিপরীত শব্দ হলো অমৃত। তাই গরল সরল শব্দের বিপরীতার্থক নয়।
ক) প্রশ্নবাচক
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষণ
Note : বাংলা ব্যাকরণের পদ প্রকরণ । এখানে 'কী' শব্দটি বিশেষ্য পদের (নাম) পরিবর্তে বসে প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়েছে। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হওয়ায় এটি একটি প্রশ্নবাচক সর্বনাম পদ।
ক) উপপদ
খ) প্রাতিপদিক
গ) প্রপদ
ঘ) পূর্বপদ
Note : কৃদন্ত পদের (ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত পদ) পূর্ববর্তী পদকে উপপদ বলা হয়। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন- জলে চরে যা = জলচর এখানে 'জলে' হলো উপপদ।
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) ভুল নেই
Note : বাক্যটিতে তিনটি ভুল আছে। সঠিক বানানগুলো হলো 'সুনামির' (সুনামীর নয়) 'তাণ্ডবে' (তান্ডবে নয়) এবং 'সর্বস্বান্ত' (সর্বশান্ত নয়)। তাই সঠিক উত্তর তিনটি।
জব সলুশন