সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?

ক) মানোএল দ্য আসসুম্পসাঁও
খ) রাজা রামমোহন রায়
গ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
ঘ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস বিষয়ক। পর্তুগিজ পাদ্রি মানোএল দ্য আসসুম্পসাঁও ১৭৩৪ সালে পর্তুগিজ ভাষায় সর্বপ্রথম বাংলা ভাষার একটি ব্যাকরণ রচনা করেন। এটি রোমান হরফে লিসবন থেকে মুদ্রিত হয়।

Related Questions

ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) মুহম্মদ শহীদুল্লাহ
গ) মুহম্মদ এনামুল হক
ঘ) সুকুমার সেন
Note : ভাষা ও চিন্তার সম্পর্ক বিষয়ক একটি বিখ্যাত উক্তি । এই গুরুত্বপূর্ণ মন্তব্যটি করেছেন প্রখ্যাত ভাষাবিদ ও সাহিত্য গবেষক ড. সুকুমার সেন। এর দ্বারা বোঝানো হয়েছে যে ভাষা কেবল চিন্তা প্রকাশ করে না বরং চিন্তার জন্মও দেয়।
ক) পাঞ্জাবি
খ) ফরাসি
গ) গ্রিক
ঘ) স্প্যানিশ
Note : বাংলা শব্দভাণ্ডারের উৎস বিষয়ক। আরবি 'কলম' শব্দটি গ্রিক 'কলমোস' (Kalamos) শব্দ থেকে এসেছে। এটি ভাষার ইতিহাসে শব্দের বিবর্তন ও এক ভাষা থেকে অন্য ভাষায় শব্দ প্রবেশের একটি উদাহরণ।
ক) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
খ) শিরোচ্ছেদ, দারিদ্রদ্র্য, সমীচিন
গ) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
ঘ) শিরচ্ছেদ, দরিদ্রতা. সমীচীন
Note : বাংলা বানানের শুদ্ধতা যাচাই বিষয়ক। অপশন 'ক' তে থাকা তিনটি শব্দই—শিরশ্ছেদ (শিরঃ + ছেদ) দরিদ্রতা এবং সমীচীন—বানানের নিয়ম অনুসারে সঠিক। অন্যান্য অপশনের এক বা একাধিক বানান ভুল থাকায় সেগুলো গ্রহণযোগ্য নয়।
ক) একাক্ষর
খ) মুক্তাক্ষর
গ) বদ্ধাক্ষর
ঘ) যুক্তাক্ষর
Note : বাংলা অক্ষর বা দল বিশ্লেষণ বিষয়ক। যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে এবং উচ্চারণের সময় টেনে লম্বা করা যায় তাকে স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর বলে। যেমন 'আ-মি' শব্দে 'আ' এবং 'মি' দুটিই মুক্তাক্ষর।
ক) ধ্বনি দৃশ্যমান
খ) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
গ) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি
ঘ) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
Note : বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব বিষয়ক। ধ্বনি হলো ভাষার উচ্চারিত রূপ যা শ্রবণযোগ্য কিন্তু দৃশ্যমান নয়। ভাষার লিখিত রূপকে বর্ণ বলে যা দৃশ্যমান। সুতরাং 'ধ্বনি দৃশ্যমান' বাক্যটি সঠিক নয়।
ক) সাবিরিদ খাঁ
খ) দৌলত উজির বাহরাম খাঁ
গ) সৈয়দ সুলতান
ঘ) সৈয়দ নূরুদ্দীন
Note : মধ্যযুগের বাংলা সাহিত্যের যুদ্ধকাব্য বা জঙ্গনামা বিষয়ক। সাবিরিদ খাঁ দৌলত উজির বাহরাম খাঁ এবং সৈয়দ সুলতান সকলেই যুদ্ধকাব্য রচনা করেছেন। কিন্তু সৈয়দ নূরুদ্দীন মূলত পীর-পাঁচালির কাহিনি বা আধ্যাত্মিক বিষয় নিয়ে কাব্য রচনা করেছেন।

জব সলুশন

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) - মেডিক্যাল অফিসার (20-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন