শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
ক) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
খ) শিরোচ্ছেদ, দারিদ্রদ্র্য, সমীচিন
গ) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
ঘ) শিরচ্ছেদ, দরিদ্রতা. সমীচীন
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলা বানানের শুদ্ধতা যাচাই বিষয়ক। অপশন 'ক' তে থাকা তিনটি শব্দই—শিরশ্ছেদ (শিরঃ + ছেদ) দরিদ্রতা এবং সমীচীন—বানানের নিয়ম অনুসারে সঠিক। অন্যান্য অপশনের এক বা একাধিক বানান ভুল থাকায় সেগুলো গ্রহণযোগ্য নয়।
Related Questions
ক) একাক্ষর
খ) মুক্তাক্ষর
গ) বদ্ধাক্ষর
ঘ) যুক্তাক্ষর
Note : বাংলা অক্ষর বা দল বিশ্লেষণ বিষয়ক। যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে এবং উচ্চারণের সময় টেনে লম্বা করা যায় তাকে স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর বলে। যেমন 'আ-মি' শব্দে 'আ' এবং 'মি' দুটিই মুক্তাক্ষর।
ক) ধ্বনি দৃশ্যমান
খ) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
গ) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি
ঘ) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
Note : বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব বিষয়ক। ধ্বনি হলো ভাষার উচ্চারিত রূপ যা শ্রবণযোগ্য কিন্তু দৃশ্যমান নয়। ভাষার লিখিত রূপকে বর্ণ বলে যা দৃশ্যমান। সুতরাং 'ধ্বনি দৃশ্যমান' বাক্যটি সঠিক নয়।
ক) সাবিরিদ খাঁ
খ) দৌলত উজির বাহরাম খাঁ
গ) সৈয়দ সুলতান
ঘ) সৈয়দ নূরুদ্দীন
Note : মধ্যযুগের বাংলা সাহিত্যের যুদ্ধকাব্য বা জঙ্গনামা বিষয়ক। সাবিরিদ খাঁ দৌলত উজির বাহরাম খাঁ এবং সৈয়দ সুলতান সকলেই যুদ্ধকাব্য রচনা করেছেন। কিন্তু সৈয়দ নূরুদ্দীন মূলত পীর-পাঁচালির কাহিনি বা আধ্যাত্মিক বিষয় নিয়ে কাব্য রচনা করেছেন।
ক) ব্রজবুলি
খ) বাংলা
গ) সংস্কৃত
ঘ) হিন্দি
Note : মধ্যযুগের বৈষ্ণব পদাবলি সাহিত্য । কবি যশোরাজ খান ব্রজবুলি ভাষায় বৈষ্ণবপদ রচনা করেন। ব্রজবুলি হলো বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে গঠিত একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা যা পদাবলি রচনায় ব্যবহৃত হতো।
ক) শশাঙ্কদেবের
খ) লক্ষ্মণ সেনের
গ) যশোবর্মনের
ঘ) হর্ষবর্ধনের
Note : গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা কবি জয়দেব ছিলেন সেন বংশের রাজা লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম। তাঁর কাব্যটি রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক।
ক) প্রবোধচন্দ্র বাগচী
খ) যতীন্দ্রমোহন বাগচী
গ) প্রফুল্ল মোহন বাগচী
ঘ) প্রণয়ভূষণ বাগচী
Note : ড. প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার ও প্রকাশ করেন। এটি চর্যাপদের পাঠোদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জব সলুশন