কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?

ক) ব্রজবুলি
খ) বাংলা
গ) সংস্কৃত
ঘ) হিন্দি
বিস্তারিত ব্যাখ্যা:
মধ্যযুগের বৈষ্ণব পদাবলি সাহিত্য । কবি যশোরাজ খান ব্রজবুলি ভাষায় বৈষ্ণবপদ রচনা করেন। ব্রজবুলি হলো বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে গঠিত একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা যা পদাবলি রচনায় ব্যবহৃত হতো।

Related Questions

ক) শশাঙ্কদেবের
খ) লক্ষ্মণ সেনের
গ) যশোবর্মনের
ঘ) হর্ষবর্ধনের
Note : গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা কবি জয়দেব ছিলেন সেন বংশের রাজা লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম। তাঁর কাব্যটি রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক।
ক) প্রবোধচন্দ্র বাগচী
খ) যতীন্দ্রমোহন বাগচী
গ) প্রফুল্ল মোহন বাগচী
ঘ) প্রণয়ভূষণ বাগচী
Note : ড. প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার ও প্রকাশ করেন। এটি চর্যাপদের পাঠোদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক) পদ
খ) পদমর্যাদা
গ) মাত্রা
ঘ) উচ্চতা
Note : ইংরেজি 'Rank' শব্দের উপযুক্ত বাংলা পরিভাষা হলো 'পদমর্যাদা' যা কোনো ব্যক্তির বা বস্তুর অবস্থান বা গুরুত্ব নির্দেশ করে। 'পদ' এর ইংরেজি 'post' এবং 'মাত্রা'র ইংরেজি 'dimension'।
ক) কুটিল
খ) জটিল
গ) গরল
ঘ) বক্র
Note : বাংলা শব্দভাণ্ডারের বিপরীতার্থক শব্দ বিষয়ক। 'সরল' শব্দের বিপরীত শব্দ হতে পারে 'কুটিল' 'জটিল' বা 'বক্র'। কিন্তু 'গরল' শব্দের অর্থ বিষ যার বিপরীত শব্দ হলো অমৃত। তাই গরল সরল শব্দের বিপরীতার্থক নয়।
ক) প্রশ্নবাচক
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষণ
Note : বাংলা ব্যাকরণের পদ প্রকরণ । এখানে 'কী' শব্দটি বিশেষ্য পদের (নাম) পরিবর্তে বসে প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়েছে। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হওয়ায় এটি একটি প্রশ্নবাচক সর্বনাম পদ।
ক) উপপদ
খ) প্রাতিপদিক
গ) প্রপদ
ঘ) পূর্বপদ
Note : কৃদন্ত পদের (ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত পদ) পূর্ববর্তী পদকে উপপদ বলা হয়। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন- জলে চরে যা = জলচর এখানে 'জলে' হলো উপপদ।

জব সলুশন

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) - মেডিক্যাল অফিসার (20-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন