০.৪-কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
০.৪ কে লিখতে পারি ৪/১০ এখন এটা কে শতকারা প্রকাশ করলে দাড়ায় ৪ × ১০০/ ১০ × ১০০ [১০০ গুন করে] বা, ৪০০/১০ %
বা, ৪০%
Related Questions
পিতা ও পুত্রর বয়সের সমষ্টি ৭৪ বছর।
১০ বছর পূর্বে বয়সের সমষ্টি ছিলো ৫৪ বছর।
তখন বয়সের অনুপাত ছিলো ৭ : ২।
সুতরাং, ৭ক + ২ক = ৫৪
বা, ৯ক = ৫৪বছর
বা, ক = ৬ বছর
সুতরাং, ১০বছর পূর্বে,
পিতার বয়স = ৬ × ৭ বা ৪২ বছর এবং পুত্রর বয়স=২ × ৬ বা ১২ বছর।
১০বছর পরে,
পিতার বয়স = (৪২ + ২০) বা ৬২ বছর এবং পুত্রর বয়স = (১২ + ২০) বা ৩২ বছর।
তাদের বয়সের অনুপাত = ৬২ : ৩২ বা ৩১ : ১৬।
রাশি দুইটির অনুপাত ৮:১৫
=৮*৫:১৫*৫
=৪০:৭৫
অতএব উত্তর রাশি=৭৫
১টি মহিষ পুষতে যে ব্যয় হয় তা দিয়ে ১টি গরু সহ আর ১টি গরু অর্ধেক পুষতে ব্যয় সমান = ৬টি গরু/৪টি মহিষ = ১.৫
তাহলে ১০টি মহিষ পুষতে যে ব্যয় হয় তা দিয়ে ১৫টি গরু পুষতে ব্যয় সমান = ১০টি মহিষ*১.৫ = ১৫টি গরু
২৫ দিন লাগে ৩০০ জনের
১ দিন লাগে ৩০০×২৫ জনের
= ৭৫০০ জনের
ড্রাই আইস হল কঠিন কার্বন - ডাই - অক্সাইড পচনশীল পদার্থ ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত হয়। ড্রাই আইস বিষাক্ত বা ক্ষয়িষ্ণু নয় এবং কোন অবশেষ না রেখে সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় উর্ধ্বপাতিত হয়।
কাঁচের প্রধান উপাদান হচ্ছে বালি বা সিলিকা। আজকের দিনে আমাদের যে কাঁচ তৈরি পদ্ধতি রয়েছে, তাতে যে মূল তিনটি উপাদান প্রয়োজন হয় সেগুলি হল কোয়ার্টজ(সিলিকা), সোডা, এবং চুন। যখন এগুলির মিশ্রণকে ১২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয়, তখন এগুলি গলতে শুরু করে এবং তৎক্ষণাৎ যদি ঠাণ্ডা করা যায় তাহলে কাঁচের জন্ম হয়। ঢাকার আশে পাশে ২ - ৩ টি (ফ্লোট/শীট) গ্লাস কোম্পানি আছে। এর মধ্যে গাজীপুরের শ্রীপুরে ১০০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত 'নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড (NGIL)' বাংলাদেশের এখন পর্যন্ত সর্ববৃহৎ ফ্লোট এন্ড শীট গ্লাস কোম্পানি। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি এই কোম্পানি বিদেশেও উন্নতমানের ফ্লোট, শীট ও কালার গ্লাস বিদেশে রপ্তানি করছে।
জব সলুশন