একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
দেওয়া আছে, ভূমি b = ১৬ মিটার
বাহুর দৈর্ঘ্য a = ১০ মিটার
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/৪ × √(৪a^২ - b^২) বর্গমিটার
= ১৬/৪ × √ (৪০০ - ২৫৬)
= ১৬/৪ ×১২ = ৪৮ বর্গমিটার
Related Questions
সমকোণী এিভুজ হওয়ার শর্ত,
(অতিভুজ) ² = (ভূমি)² + (লম্ব)²
= >৫² = ৪² + ৩²
সুতরাং ৩, ৪, ৫ দ্বারা সমকোণী এিভুজ অংকন সম্ভব
আমরা জানি, যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°
অর্থাৎ, x + y + z = ১৮০°
আবার, এক সরল কোণ = ১৮০°
ববহিঃস্থ কোন তিনটির যোগফল
= (১৮০° - x) + ( ১৮০° - y ) + ( ১৮০° - z )
= ৫৪০° - ( x + y + z )
= ৫৪০° - ১৮০°
= ৩৬০°
ধরি,
ভূমি = x সে.মি.
লম্ব = x - 2 সে.মি.
অতিভূজ = x + 2 সে.মি.
শর্তমতে
x2 + (x - 2)2 = (x + 2)2
বা, x2 + x2 - 4x + 4 = x2 + 4x + 4
বা, x2 + x2 - 4x + 4 - x2 - 4x - 4 = 0
বা, x2 - 8x = 0
বা, x - 8 = 0
∴ x = 8
∴ সমকোণী ত্রিভুজের লম্বের = x + 2 = 8 + 2 = 10 সে. মি.
ব্যাখ্যাঃ (১৫)২ + ৮ ২ = ২২৫ + ৬৪ = ২৮৯
(১৫)২ + (৮)২ = (১৭)
অর্থাৎ, ত্রিভুজটি সমকোণী ।
একটি সরলরেখা ১৮০ ডিগ্রী। তাই তার উপর লম্ব আঁকলে ২ সমকোন হবে।
জব সলুশন