বিষয়ঃ Other

2. কোনটি নজরুলের প্রবন্ধগ্রন্থ?

ক) কুহেলিকা
খ) বিষের বাঁশী
গ) রুদ্র-মঙ্গল
ঘ) রিক্তের বেদন

3. কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?

ক) বিদ্রোহী
খ) আনন্দময়ীর আগমনে
গ) কাণ্ডারী হুশিয়ার
ঘ) অগ্রপথিক

4. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ক) মৃত্যুক্ষুধা
খ) আলেয়া
গ) ঝিলিমিলি
ঘ) মধুমালা

5. পদ্ম-গোখরো' গল্পটির রচয়িতা কে ?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) মানিক বন্দোপাধ্যায়
ঘ) প্রেমেন্দ্র মিত্র

6. শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি ?

ক) অনেক আকাশ
খ) বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
গ) স্বর্ণ গর্দভ
ঘ) আশার বসতি

7. শামসুর রাহমান খ্যাতি অর্জন করেছেন....সাহিত্যে ?

ক) কাব্য
খ) নাট্য
গ) প্রবন্ধ
ঘ) উপন্যাস

8. স্বাধীনতা তুমি’ কবিতাটি কে রচনা করেন ?

ক) বেগম সুফিয়া কামাল
খ) ফররুখ আহমদ
গ) শামসুর রহমান
ঘ) গোলাম মোস্তফা

9. শামসুর রাহমান- এর কাব্যগ্রন্থ-

ক) রাখালী
খ) সংশপ্তক
গ) বিধ্বস্ত নীলিমা
ঘ) চক্রবাক

10. কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয় ?

ক) রৌদ্র করোটিতে
খ) নিজ বাসভূমে
গ) বন্দী শিবির থেকে
ঘ) বন্দীর বন্দনা

11. নিচের কোন গ্রন্থটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা ?

ক) নয়নচারা
খ) আয়না
গ) চাচা কাহিনী
ঘ) অতসী মামী

12. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি ?

ক) বহ্নিপীর
খ) তরঙ্গভঙ্গ
গ) সুড়ঙ্গ
ঘ) সবগুলো

13. বাংলাদেশের চেতনার প্রবাহরীতির উপন্যাস কে লিখেছেন ?

ক) জহির রায়হান
খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
গ) শওকত ওসমান
ঘ) কায়েস আহমদ

14. জহির রায়হানের কোন উপন্যাসে পল্লী বাংলার বাস্তব জীবন চিত্র ফুটে উঠেছে?

ক) আরেক ফাল্গুন
খ) বরফগলা নদী
গ) শেষ বিকেলের মেয়ে
ঘ) হাজার বছর ধরে

15. Let there be light: কার প্রামাণ্য চিত্র?

ক) তারেক মাসুদ
খ) জহির রায়হান
গ) সুভাষ দত্ত
ঘ) আলমগীর কবির

16. জীবন থেকে নেয়া' ছবিটির পরিচালক কে?

ক) সত্যজিৎ রায়
খ) জহির রায়হান
গ) চাষী নজরুল ইসলাম
ঘ) তানভীন মোকাম্মেল

17. হাজার বছর ধরে এর রচয়িতা কে?

ক) জসীমউদ্‌দীন
খ) জহির রায়হান
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) সেলিম আল-দীন

18. আমার পরিচয়' কার লেখা ?

ক) শামসুর রাহমান
খ) সৈয়দ শামসুল হক
গ) রফিক আজাদ
ঘ) হাসান হাফিজুর রহমান

19. পরানের গহীন ভিতর' কাব্যের কবি কে ?

ক) অসীম সাহা
খ) অরুণ বসু
গ) আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ) সৈয়দ শামসুল হক

20. সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা কে ?

ক) জহির রায়হান
খ) সৈয়দ শামসুল হক
গ) আনিস চৌধুরী
ঘ) দাউদ হায়দার

21. রক্ত গোলাপ’ গ্রন্থের রচয়িতা কে ?

ক) সৈয়দ শামসুল হক
খ) শওকত আলী
গ) আল মাহমুদ
ঘ) আবু ইসহাক

22. বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয় ?

ক) হুমায়ূন আহমেদ
খ) আলাউদ্দিন আল-আজাদ
গ) আল মাহমুদ
ঘ) সৈয়দ শামসুল হক

23. নিষিদ্ধ লোবান’ গ্রন্থের লেখক-

ক) শামসুর রাহমান
খ) সৈয়দ শামসুল হক
গ) আলাউদ্দিন আল আজাদ
ঘ) হুমায়ুন আজাদ

24. পায়ের আওয়াজ পাওয়া যায়’-গ্রন্থের মূল উপজীব্য/ মৌল বিষয় কী ?

ক) সামাজিক দায়বদ্ধতা
খ) অসহায়দের জীবন
গ) রাজনৈতিক দায়বদ্ধতা
ঘ) মুক্তিযুদ্ধ

29. Firewall কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?

ক) Fire attacks
খ) authorized access
গ) Virus attacks
ঘ) Data - driven attack

30. সর্বাধিক ব্যবহৃত নিরাপত্তা ব্যবস্থা কোনটি?

ক) ফায়ারওয়াল
খ) এনক্রিপশন
গ) পাসওয়ার্ড
ঘ) এ্যান্টভাইরাস

31. ASCII এর পূর্নরূপ কোনটি?

ক) American Scientific code for Information interchange
খ) American Standard code for Information interchange
গ) American Scientific code for International interchange
ঘ) American Standard code for International interchange

32. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?

ক) ২৫৬ টি
খ) ৪০৯৬ টি
গ) ৬৫৫৩৬ টি
ঘ) ৪২৯৪৯৬৭২৯৬ টি

33. b'এর ASCII Value কত?

ক) 66
খ) 98
গ) 3000
ঘ) 1

34. ভাই ভাই ঠাঁই ঠাঁই ।

ক) Brothers part
খ) Brothers will part
গ) Brothers will be part
ঘ) Brothers have parted

35. তার কোন বন্ধু নেই বললেই চলে

ক) He has a few friends
খ) He has no friends
গ) He has few friends
ঘ) He has the few friends

36. আমি তাকে দিয়ে কাজটি করলাম ।

ক) I made him do the work
খ) I got him do the work
গ) I made done the work by him
ঘ) I have done him the work

37. নাই মামার চেয়ে কানা মামাই ভাল ।

ক) Something is gooder than nothing
খ) Some uncles are better than no uncle
গ) Somethings are better than nothing
ঘ) Something is better than nothing

38. তিনি কদাচিত মিথ্যা কথা বলেন ।

ক) He sometimes tells a lir
খ) He never tells a lie
গ) He seldom tells a lie
ঘ) He sometime tell a lie

39. সে আমার আপন ভাই।

ক) He is my brother
খ) He is my step brother
গ) He is my elder brother
ঘ) He is my own brother

40. আমি তোমাকে খাওযাবো।

ক) I shall eat you
খ) I shall feed you
গ) I shall be eating you
ঘ) I shall give you a party

41. Diamonds cuts Diamonds - এর অনুবাদ কোনটি?

ক) সঙ্গদোষে নষ্ট
খ) সৎ সংঙ্গে স্বর্গবাস
গ) সঙ্গ দেখে লোক চেনা যায়
ঘ) মানিকে মানিক চেনে

42. মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকল।' বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কি?

ক) The girl laughingly entered the room
খ) The girl laughing entered the room
গ) The girls laughed and entered the room
ঘ) The girl entered the room laughing

43. ঘরু গাস খেয়ে বাঁচে' বাক্যটির ইংরেজি হবে-

ক) The cow eats grass
খ) Cows eat grass
গ) The cow lives on grass
ঘ) Cow lives eating grass

44. পরীক্ষা খুবই নিকটবর্তী' এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?

ক) The examination is coming soon
খ) The examination will start soon
গ) The examination is knocking at the door
ঘ) The examination in beginning soon

45. সে ইংরেজিতে ভাল ।

ক) He is well in English .
খ) He is expert in English .
গ) He is good at English .
ঘ) He is better in English

46. মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম ।

ক) I had seen the nice girl beside the road to sell flowers.
খ) I saw the girl on the road to sell the flowers.
গ) I saw the girl beside the road selling the flowers.
ঘ) I was seeing the girl beside the road to sell flowers.

47. এটা যেন বিনা মেঘে বজ্রপাত ।

ক) It is as if a thunder from the clouds .
খ) It is a bolt from the blue .
গ) It is a strong thunder .
ঘ) It is bolts from the blues .

48. জ্ঞানীরা বেশি কথা বলেন না ।

ক) The wise do not talk much .
খ) The wise does not talk mach .
গ) The wise do not talk much .
ঘ) The wise men does not talk much .

49. টাকায় টাকা আনে” - প্রবাদটির শুদ্ধ ইংরেজি কি?

ক) Money brings money
খ) Money beings money
গ) Money begets money
ঘ) Money makes money

50. অন্যের দোষ ধরা সহজ-এর ইংরেজি হলো-

ক) It is easy to Find Fault with others
খ) It is easy to Find out Faults of others
গ) It is easy to Find Fault of others
ঘ) It is easy to Find out Fault of others

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore