বিষয়ঃ Other

50501. সংশয় এর বিপরীত শব্দ কোনটি ?

ক) প্রত্যয়
খ) দ্বিধা
গ) ভয়
ঘ) বিস্ময়

50502. 'কপোত' শব্দটির সঠিক অর্থ কোনটি ?

ক) ময়ূর
খ) কবুতর
গ) কোকিল
ঘ) বক

50503. কোনটি সঠিক বানান ?

ক) নিশীথিনী
খ) নিশিথিনি
গ) নিশিথিনী
ঘ) নীশিথিনি

50504. কোন বানাটি সঠিক ?

ক) সান্মসিক
খ) ষান্মাসিক
গ) ষান্মষিক
ঘ) ষান্মসিক

50505. সম্বোধনের পর কোন চিহ্ন বসে ?

ক) সেমিকোলন
খ) দাঁড়ি
গ) কমা
ঘ) কোনোটিই নয়

50506. ইতর বিশেষ' বাগধারাটির অর্থ কী ?

ক) অতিশয় অভদ্র
খ) অপদার্থ
গ) পার্থক্য
ঘ) অভদ্র

50507. সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে-

ক) আয়তক্ষেত্র
খ) রম্বস
গ) ট্রাপিজিয়াম
ঘ) বর্গক্ষেত্র

50510. ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ ?

ক) ১/১০০০০০
খ) ১/১০০০০
গ) ১/১০০০
ঘ) ১/১০০০০০০

50512. x3-0.001=0 হলে, x2 এর মান-

ক) 1/100
খ) 100
গ) 1/10
ঘ) 10

50513. ৩/৪,৪/৫,৫/৬ এর গসাগু কত ?

ক) ৩০
খ) ১/৩০
গ) ১/৬০
ঘ) ৬০

50519. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত?

ক) ৬৪ বর্গমিটার
খ) ৩২ বর্গমিটার
গ) ১৬ বর্গমিটার
ঘ) কোনটিই নয়

50524. ৭ এর গুনিতকের সেট কোন ধরনের সেট ?

ক) সসীম
খ) ফাঁকা
গ) সার্বিক
ঘ) অসীম

50527. নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেইল এড্রেস ?

ক) rasel.@com
খ) rasel@yahoo.com
গ) rasel yahoo.com
ঘ) rasel.yahoo@com

50529. নিচের কোনটি গ্রীনহাউজ গ্যাস?

ক) নাইট্রোজেন
খ) অক্সিজেন
গ) CO2
ঘ) হাইড্রোজেন

50530. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে -

ক) সফটওয়্যার
খ) RAM
গ) ROM
ঘ) হার্ডওয়্যার

50532. ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

ক) জয়নুল আবেদীন
খ) হাসেম খান
গ) রফিকুন্নবী
ঘ) কামরুল হাসান

50533. ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন -

ক) শের শাহ
খ) মুহাম্মদ বিন তুঘলক
গ) ইলতুতমিশ
ঘ) লর্ড কর্নওয়ালিস

50535. ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?

ক) অ্যাসকরবিক এসিড
খ) সাইট্রিক এসিড
গ) ফরমিক এসিড
ঘ) নাইট্রিক এসিড

50536. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন -

ক) উথান্ট
খ) কফি আনান
গ) কুর্টওয়ার্ল্ড হেইম
ঘ) দ্যাগ হ্যামারশোল্ড

50537. স্বাধীনতা যুদ্ধ কালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত?

ক) ২৬ মার্চ
খ) ১৭ এপ্রিল
গ) ১৬ ডিসেম্বর
ঘ) ২৫ মার্চ

50538. কোন আমলে 'মসলিন কাপড়' ঢাকায় তৈরী হত?

ক) পাল
খ) মুঘল
গ) সেন
ঘ) ইংরেজ

50539. . ঔতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিলো?

ক) ৩১ পৌষ
খ) ২৯ মাঘ
গ) ৯ মাঘ
ঘ) ৮ ফাল্গুন

50541. ইস্ট কি?

ক) একটি ভাইরাস
খ) একটি ছত্রাক
গ) একটি ব্যাকটেরিয়া
ঘ) একটি ফার্ন

50542. গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত

ক) উড্রো উইলসন
খ) আব্রাহাম লিংকন
গ) জর্জ ওয়াশিংটন
ঘ) ট্রুম্যান

50543. মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র -

ক) স্টেথোস্কোপ
খ) কার্ডিওগ্রাফ
গ) ইকোকার্ডিওগ্রাফ
ঘ) স্ফিগমোম্যানোমিটার

50544. দূর প্রাচ্যের দেশ -

ক) ওমান
খ) জাপান
গ) সিরিয়া
ঘ) ভিয়েতনাম

50545. কোন বীরশ্রেষ্ঠর সমাধিস্থল পাকিস্থানে কারাচিতে ছিলো?

ক) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
খ) সিপাহী হামিদুর রহমান
গ) ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর
ঘ) সিপাহী মোস্তফা কামাল

50546. বরেন্দ্রভূমি নামে পরিচিত -

ক) সুন্দরবন
খ) রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ
গ) ময়নামতি ও লালমাই পাহাড়
ঘ) মধুপুর ও ভাওয়াল গড়

50547. কৈশোর - শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) কিশোর + ষ্ণ
খ) কৈশো + র
গ) কৈ + শোর
ঘ) কে + শোর

50548. আগুনের পরশমনি - উপন্যাসের উপজীব্য বিষয় কি?

ক) বঙ্গভঙ্গ
খ) তেভাগা আন্দোলন
গ) মুক্তিযুদ্ধ
ঘ) ভাষা আন্দোলন

50549. নোবের পুরষ্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়?

ক) সৃষ্টির জন্য
খ) ধ্বংসের জন্য
গ) শিল্প উন্নয়নের জন্য
ঘ) যোগাযোগের জন্য

50550. লাজওয়াব শব্দটির " লা " কোন ধরনের উপসর্গ?

ক) ফারসি
খ) হিন্দি
গ) ইংরেজি
ঘ) আরবি

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore