বিষয়ঃ Other

50602. একটি গাড়ি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ডে উহা কত কিলোমিটার দূরে যাবে?

ক) ২১০ কিলোমিটার
খ) ২০ কিলোমিটার
গ) ৩ কিলোমিটার
ঘ) ৩.৫ কিলোমিটার

50604. (a-b),(a²-ab),(a²-b²) এর লসাগু কোনটি ?

ক) a²-b²
খ) a(a-b)
গ) (a-b)
ঘ) a(a²-b²)

50605. চাষাভুষার কাব্য কার সাহিত্যকর্ম ?

ক) জীবনানন্দ দাশ
খ) বেগম সুফিয়া কামাল
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) নির্মলেন্দু গুণ

50607. বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয় ?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্রমথ চৌধুরী
গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) শামসুর রাহমান

50608. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?

ক) নিঝুম দ্বীপ
খ) সেন্টমার্টিন
গ) মহেশখালী
ঘ) ছেড়া দ্বীপ

50609. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশ অবস্থিত ?

ক) ইংল্যান্ড
খ) বেলজিয়াম
গ) সুইডেন
ঘ) ইতালি

50611. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?

ক) হরমোন
খ) লালা
গ) পিত্তরস
ঘ) পেপসিন

50612. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলে?

ক) ইলেক্ট্রোমেডিসিন
খ) ই - ট্রিটমেন্ট
গ) টেলিমেডিসিন
ঘ) জায়মা প্লাজমা

50614. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি -

ক) লোহা
খ) বাতাস
গ) পানি
ঘ) শূণ্যতায়

50617. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

ক) বুধ
খ) শুক্র
গ) বৃহস্পতি
ঘ) মঙ্গল

50618. . সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে?

ক) ১৮৩৯
খ) ১৮২৯
গ) ১৭২৯
ঘ) ১৮৩০

50619. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?

ক) তাজউদ্দীন আহমেদ
খ) এ এইচ এম কামারুজ্জামান
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী

50620. বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি?

ক) বঙ্গবন্ধু স্যাটেলাইট
খ) বঙ্গবন্ধু স্যাটেলাইট -১
গ) আকাশ স্যাটেলাইট -১
ঘ) বাংলা স্যাটেলাইট -১

50621. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন -

ক) সুনীল গঙ্গোপাধ্যায়
খ) এম আর আখতার মুকুল
গ) আব্দুল হান্নান
ঘ) আব্দুল গাফফার চৌধুরী

50622. এডমাস পিক - তীর্থস্থানটি কোথায়?

ক) ইন্দোনেশিয়া
খ) শ্রীলঙ্কা
গ) ভারত
ঘ) ভিয়েতনাম

50624. জাহাজ নির্মাণ শিল্পে সর্বোপেক্ষা উন্নত দেশ কোনটি?

ক) যুক্তরাজ্য
খ) যুক্তরাষ্ট্র
গ) বাংলাদেশ
ঘ) রাশিয়া

50625. URL হলো -

ক) ওয়েব এর বিভিন্ন ডকুমেন্ট ও অন্যান্য রিসোর্স এর ঠিকানা
খ) কতগুলো নেটওয়ার্ক এর বিভিন্ন রিসোর্স এর ঠিকানা
গ) শুধু একটি LAN এর বিভিন্ন রিসোর্স এর ঠিকানা
ঘ) একটি নেটওয়ার্কের ডোমেইন

50626. গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত?

ক) ১/১১
খ) ৯/১১
গ) সুনামী
ঘ) ব্ল্যাক সেপ্টেম্বর

50627. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো?

ক) ক্যাপ্টেন
খ) সিপাহী
গ) ল্যান্স নায়েক
ঘ) লেফটেন্যান্ট

50628. "সব ঝিনুকে মুক্তা মেলে না" এই বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? দানে সপ্তমী

ক) কর্তায় দ্বিতীয়া
খ) কর্মে দ্বিতীয়া
গ) অপাদানে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী

50629. কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে

ক) মশারি
খ) লুঙ্গি
গ) চাদর
ঘ) গামছা

50630. যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে-

ক) ক্ষণপ্রভা
খ) রোগ
গ) ক্ষণস্থায়ী জ্যোতি
ঘ) অনুসূয়া

50631. কোন বাক্যে ভাববাচ্যে কর্তার উদাহরণ দেওয়া হয়েছে ?

ক) ছুটি হলে ঘন্টা বাজে
খ) তাকে গ্রামে যেতে হবে
গ) আমার যাওয়া হবেনা
ঘ) সে গ্রামে যাবে

50632. লোকসাহিত্য কাকে বলে ?

ক) লোক সাধারনের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
খ) গ্রামের অশিক্ষিত ও অক্ষত লোকদের সৃষ্ট রচনাকে
গ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে
ঘ) গ্রামীন নরনারীর প্রনয় সংবলিত উপাখ্যানকে

50633. . Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-

ক) অবচেতন
খ) চেতনাহীন
গ) চেতনাপ্রবাহ
ঘ) অর্ধচেতন

50634. 'শ্বশ্রু' এর অর্থ কি ?

ক) শশুর
খ) দাড়ি-গোঁফ
গ) অশ্রু
ঘ) শাশুড়ি

50635. নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ?

ক) সাদৃশ্য অর্থে
খ) ব্যাঙ্গার্থে
গ) ক্ষুদ্রার্থে
ঘ) ক্ষুদ্রার্থে

50636. সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) সার্ব+ভৌম
খ) সর্বভূমি+ ষ্ঞ
গ) সার্বভৌ+ ম
ঘ) ষ্ঞ+ সর্বভূমি

50637. "বাড়ি থেকে" নদী দেখা যায়- কোন কারকে কোন বিভক্তি ?

ক) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
খ) অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
গ) অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
ঘ) অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি

50638. সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) সং+বিধান
খ) সম+ধান
গ) সং+অবিধান
ঘ) সম্+বিধান

50639. শব্দ ও ধাতুর মূলকে বলে-

ক) কারক
খ) প্রকৃতি
গ) বিভক্তি
ঘ) ধাতু

50640. সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা -এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

ক) অধিকরণে দ্বিতীয়া
খ) অধিকরণে সপ্তমী
গ) অপাদানে তৃতীয়া
ঘ) কর্তায় সপ্তমী

50641. মন না মতি বাগধারাটির অর্থ কী ?

ক) অরাজগ
খ) অপদার্থ
গ) মূল্যবান
ঘ) অস্থির মানব মন

50642. 'ব‍্যষ্টি' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

ক) সমষ্টি
খ) ভবিষ্যৎ
গ) সৃষ্টি
ঘ) বৃদ্ধি

50644. শুদ্ধ বানান কোনটি?

ক) ভবিষ্যৎ
খ) দীর্ঘজীবি
গ) সমীচিন
ঘ) আশির্বাদ

50645. যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে-

ক) পুরাঘটিত বর্তমান
খ) সাধারণ অতীত
গ) নিত্যবৃত্ত অতীত
ঘ) ঘটমান বর্তমান

50646. A swimming snake bit him in the leg . Here ' swimming' is a

ক) verbal noun
খ) gerund
গ) infinite
ঘ) participle

50647. The birds and the bees means -

ক) The basic facts about sex
খ) The bird's eye view
গ) The birds and bees are good workers
ঘ) The relation between the birds and bees

50648. I always take an umbrella __ it rains.

ক) unless
খ) in case
গ) incase of
ঘ) if

50649. The boy from the village said, " I __ starve than beg ."

ক) would better
খ) better
গ) rather
ঘ) would rather

50650. . When I saw the gardener , he ___ tree

ক) is cutting down
খ) will be cutting down
গ) cut down
ঘ) was cutting down

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore