বিষয়ঃ Other

50801. সন্ধি বিচ্ছেদ করুন : কথাচ্ছলে

ক) কথা + চ্ছল
খ) কথা + ছলে
গ) কোনোটিই নয়
ঘ) কথা + চ্ছলে

50802. 'যার দুই হাত সমান চলে' তাকে এক কথায় কী বলে?

ক) সমান তালী
খ) সব্যচাষি
গ) সব্যসাচী
ঘ) দু'হাতি

50803. "এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি" _ পঙক্তিটির রচয়িতা কে?

ক) সুকান্ত ভট্রাচার্য
খ) কাজী নজরুল ইসলাম
গ) সৈয়দ শামসুল হক
ঘ) জীবনানন্দ দাশ

50804. . 'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর'_ কার লেখা?

ক) জসীমউদ্দীন
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) জীবানানন্দ দাশ
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

50805. ঐতিহাসিক 'একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখে ছিল?

ক) ৩১ পৌষ
খ) ২৯ মাঘ
গ) ৯ মাঘ
ঘ) ৮ ফাল্গুন

50806. 'যা দীপ্তি পাচ্ছে' - এক কথায় প্রকাশ করুন ।

ক) আলোকিত
খ) দেদীপ্যমান
গ) দীপ্তমান
ঘ) উজ্জ্বল

50807. 'ডাক্তার ডাক ' বাক্যটিতে 'ডাক্তার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মকারকে শূন্য বিভক্তি
খ) কর্মকারকে সপ্তমী বিভক্তি
গ) অপাদান কারকে তৃতীয়া বিভক্তি
ঘ) কর্তৃকারকে শূন্য বিভক্তি

50808. 'এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি'- বাক্যটি কোন কালের?

ক) সাধারণ অতীত
খ) নিত্যবৃত্ত অতীত
গ) ঘটমান বর্তমান
ঘ) পুরাঘটিত বর্তমান

50809. 'কপোল' এর প্রতিশব্দ কী?

ক) ভাগ্য
খ) গাল
গ) ললাট
ঘ) কপাল

50810. 'রবাণের চিতা' বাগধারটির অর্থ কী?

ক) উভয় সংকট
খ) শেষ বিদায়
গ) চূড়ান্ত অশান্তি
ঘ) চির অশান্তি

50811. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়?

ক) বিড়ালচোখী
খ) মেনিমুখী
গ) হাতেখড়ি
ঘ) বেতার

50813. নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন

ক) বুদ্ধিজীবি
খ) বুদ্ধিজিবী
গ) বুদ্ধিজিবি
ঘ) বুদ্ধিজীবী

50814. 'সন্ন্যাসী' এর বিপরীত শব্দ কোনটি?

ক) সন্ন্যাস
খ) গৃহী
গ) গৃহি
ঘ) কোনোটিই নয়

50815. সন্ধি বিচ্ছেদ করুন- 'ক্ষুৎপিপাসা'

ক) ক্ষুৎ + পিসাসা
খ) ক্ষুধা + পিপাসা
গ) কোনোটিই নয়
ঘ) ক্ষুধ্ + পিপাসা

50817. নিচের কোনটি সঠিক?

ক) sin1⁰ = sin179⁰
খ) sin1⁰ < sin179⁰
গ) sin1⁰ < sin180⁰
ঘ) sin1⁰ = sin181⁰

50820. x + 1/x =√2 হলে x² + 1/x² =?

ক) 0.
খ) -2
গ) -3
ঘ) -1

50825. ০.৯৬২৩-৩১= কত?

ক) -৩০.০৩৭৭
খ) -২৯.০৩৭৭
গ) -৩২.৮২৪৬
ঘ) -৩১.০৩৭৭

50827. ১২৫ এর ১২৫% কত?

ক) ১৩.২৫
খ) ১৩১.২৫
গ) ১৫০
ঘ) ১৫৬.২৫

50829. ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশ কে ৩ : ৭ : ১০ ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত?

ক) ৯ মিটার : ২১ মিটার : ৩০ মিটার
খ) ১২ মিটার : ২০ মিটার : ২৮ মিটার
গ) ৮ মিটার : ২২ মিটার : ৩০ মিটার
ঘ) ১০ মিটার : ২০ মিটার : ৩০ মিটার

50832. 1+2+3+4+------+99= কত?

ক) 4850
খ) 4950
গ) 4650
ঘ) 4750

50833. শতকরা ৫ টাকা হার সুদের ১২০ টাকা ৩ বছরে সুদ-আসলে কত হয়?

ক) ১৩৮ টাকা
খ) ১৩৭.৫০ টাকা
গ) ১৪৮ টাকা
ঘ) ১৩৫ টাকা

50836. বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে?

ক) ১৭
খ) ১৪
গ) ১৬
ঘ) ১৫
Note : বাংলাদেশের সংবিধানের মোট ১৭ বার সংশোধন করা হয়েছে। তবে এসব সংশোধনীর মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনী, হুসেইন মুহাম্মদ এরশাদের সপ্তম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনী সুপ্রীম কোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে।

50837. মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো--

ক) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
খ) এশিয়া ও আফ্রিকার মাঝে
গ) আটলান্টিকের পূর্বে
ঘ) এশিয়া ও ইউরোপের মাঝে

50838. বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?

ক) শব্দ শক্তিতে
খ) আলোক শক্তিতে
গ) তাপ শক্তিতে
ঘ) রাসায়নিক শক্তিতে

50839. মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?

ক) সোহরাওয়ার্দী উদ্যান
খ) শিশুপার্ক
গ) লালদিঘী ময়দান
ঘ) রমনা পার্ক

50840. কম্পিউটারে কোনটি নেই?

ক) দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
খ) নির্ভুল কাজ করার ক্ষমতা
গ) স্মৃতি
ঘ) বুদ্ধি

50841. . ”অ্যাবাকাস” কী?

ক) হাঁস-মুরগীর ভাইরাস জনিত একটি রোগ
খ) এক প্রকার সুমিষ্ট ফল
গ) এক প্রকার গণনা যন্ত্র
ঘ) ল্যাটিন আমেরিকার একটি ক্ষুদ্র দেশ

50842. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোঘণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল-

ক) জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
খ) জাতিপুঞ্জ সৃষ্টি করা
গ) অটোম্যানদের জায়গা দখল করা
ঘ) ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন

50844. . মহাস্থানগড়ের পুরাতন নাম কি?

ক) সুবর্নগ্রাম
খ) পুন্ড্রবর্ধন
গ) চন্দ্রদ্বীপ
ঘ) সিংহজানী

50845. ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন?

ক) বব ডিলন
খ) অমর্ত্য সেন
গ) মিলান কুন্ডেরা
ঘ) হারুকি মুরা কামি

50846. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

ক) এএইচ এম কামারুজ্জামান
খ) তাজউদ্দীন আহমদ
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ) সৈয়দ নজরুল ইসলাম

50847. ৭ মার্চ ১৯৭১ এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল?

ক) স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
খ) পুনরায় নির্বাচন দাবি
গ) সামরিক আইন জারি করা
ঘ) অনশন ধর্মঘট আহবান

50848. কোন দেশটি BIMSTEC-এর সদস্য নয়?

ক) বাংলাদেশ
খ) পাকিস্তান
গ) ভারত
ঘ) থাইল্যান্ড

50849. কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?

ক) পাকিস্তান ও ইরান
খ) জাপান ও ফিলিপাইন
গ) মিয়ানমার ও রাশিয়া
ঘ) ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

50850. . ব্রিকস এর মূলমন্ত্র কি?

ক) সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি
খ) সন্ত্রাস দমনে একে অপরের সহযোগিতা
গ) সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি
ঘ) সাংস্কৃতিক ক্ষেত্রে সহায়তা প্রদান

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore